• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩১ রাত ০১:৫৩:৩৫ (10-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩১ রাত ০১:৫৩:৩৫ (10-Oct-2024)
  • - ৩৩° সে:

বিনোদন

এবার গান নকল করে ক্ষমা চাইলেন সোনু নিগম

১৬ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৫৬:৫৯

এবার গান নকল করে ক্ষমা চাইলেন সোনু নিগম

নিজস্ব প্রতিবেদক: সোনু নিগম নামটি শুধু ভারত-বাংলাদেশে ও পাকিস্তানে পরিচিত নয়, সারা পৃথিবীতেই জগৎ বিখ্যাত অসংখ্য গানের জন্য ইতোমধ্যেই খ্যাতি অর্জন করেছেন তিনি। গানের জগতে কিং খ্যাত এই গায়ক এবার পাকিস্তানি এক শিল্পি ওমর নাদিমের গান নকল করে ক্ষমা চাইলেন।

এবছরের গোড়ার দিকে প্রকাশিত হয় সোনু নিগমের গাওয়া ‘সুন জারা’ শিরোনামের জনপ্রিয় গানটি। সোনু নিগমের টি-সিরিজের ব্যানারে মুক্তি পায় এটি । এরপর পাকিস্তানি গায়ক ওমর নাদিম দাবি করে বসেন, তার গাওয়া ‘অ্যায় খোদা’ গানের নকল করে ‘সুন জারা’ গানটি করে সোনু।

ফেজবুকের এক পোস্টে ওমর নাদিম লিখেন, আমি আমার জীবনের এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে এই জিনিসগুলোকে কম গুরুত্ব দেওয়া সম্ভব নয়। আপনি যদি এটি ব্যবহার করেন তাহলে অন্তত ওজি ট্র্যাকে ক্রেডিটটা দিন। আমিও সোনুর বড় ভক্ত। তবে একটু বাস্তবের পথে হাঁটুন। এটি আসল চুক্তি থেকে অনেক দূরে।

মূলত এরপরই বিতর্কে জড়ায় গানটি। বিষয়টি নিয়ে বেশ কিছু দিন ধরে জোর চর্চা চলছে। বিষয়টি নজর কেড়েছে সোনু নিগমেরও। পরে এ গায়ক জানান, এই গান নিয়ে নাদিমের সংস্করণ সম্পর্কে কোনো ধারণাই তার ছিল না। নিজের অজান্তে গান গাওয়ার জন্য পাকিস্তানি গায়কের কাছে ক্ষমা চেয়েছেন ভারতীয় এই গায়ক।

এরপর ওমর নাদিমের দেওয়া পোস্টে মন্তব্য করে সোনু লিখেন, ‘এই গানের পেছনে আমার কোনো হাত নেই। আমাকে এই গান গাওয়ার অনুরোধ করেছিলেন কেআরকে (কমল আর খান), তিনি দুবাইতে আমার প্রতিবেশী। আমি ওনাকে ফেরাতে পারিনি; যদিও আমি সবার জন্য গান গাই না। আমি যদি জানতাম এটি ওমর নাদিমের গান, তবে কখনই গাইতাম না।’

পাকিস্তানি গায়ক নাদিমের গানের প্রশংসা করেছেন সোনু নিগম। পাশাপাশি ক্ষমা চেয়ে তিনি লিখেন, ‘আপনি আমার থেকে গানটি অনেক ভালো গেয়েছেন। আমি ক্ষমা চাইছি যে, আপনার গাওয়া গানটা আমি শুনিনি। আরও ভালো করুন। আশা করি, আপনি এই গানের জন্য আরো অনেক বেশি সম্মান পাবেন।’

ভালবাসা নিবেদন করে সোনু নিগমের মন্তব্যের জবাব দিয়েছেন ওমর নাদিম। তিনি লিখেন, ‘আমি আমার বক্তব্যে কোথাও উল্লেখ করিনি যে, আপনি এটি করেছেন। খবরটি বরাবরের মতোই ভিন্নভাবে মোড় নিয়েছে। আমি আপনার গান শুনে বড় হয়েছি এবং আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি আপনার বড় ভক্ত। আপনাকে অনেক ভালোবাসি!’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মিরপুরে পৃথক অভিযানে গ্রেফতার ৮
৯ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৫১:০৪


কুষ্টিয়ায় বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু
৯ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৩২:৩১