• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫২:৩২ (14-Dec-2025)
  • - ৩৩° সে:

৯ বছর পর রোমে বাংলাদেশ বিমানের ফ্লাইট শুরু

২৮ মার্চ ২০২৪ বিকাল ০৩:১৮:২৮

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৯ বছর পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ইতালির রোমে ফ্লাইট চলাচল শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২৬ মার্চ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকা থেকে রোমের উদ্দেশ্যে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৫৫ যাত্রা করে। ২৭ মার্চ বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ফ্লাইটটি রোমে পৌঁছায়।

Ad

এদিকে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম বিমানবন্দরে ঢাকা থেকে আগত কর্মকর্তাদের স্বাগত জানান। রোম ফিউমিসিনো এয়ারপোর্ট এয়ারসাইডের গেটে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে ফিতা এবং কেক কেটে আনুষ্ঠানিকভাবে বিমানের উদ্বোধন করা হয়।

Ad
Ad

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোক্কামেল হোসেন, ইতালির চিফ এভিয়েশন অফিসার ইভান বাসসাতো, বিমানের জিএস ডিস্টালের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো ভেনিজিয়ানো এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অতিরিক্ত সচিব শফিউল আজিম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এ সময় সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলসহ বিমান কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশ বিমানে আরও বেশি ইতালীয় পর্যটক বহনের প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশ থেকে সাংবাদিক ও অতিথিদের নিয়ে স্থানীয় সময় ঠিক ৯টায় রোমের আন্তর্জাতিক বিমান বন্দর লিউনারদো দ্যা ভিঞ্চিতে অবতরণ করে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার  রোম থেকে সকাল সাড়ে দশটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বিমান। প্রথম ফ্লাইটে ১১ টি বিজনেস ক্লাস এবং ২৪৩ টি ইকোনোমিক ক্লাসে যাত্রীসহ পূর্ণ হয় বিমানটি।

সকাল ৬টা থেকেই রোম বিমান বন্দরে বাংলাদেশে গমনেচ্ছুক যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়। নিজ দেশের বিমানে সরাসরি ফ্লাইটে দেশে যাওয়ার আনন্দে তারা উচ্ছসিত।

ইতালি প্রবাসী বাংলাদেশিরা আবার বিমান চালু হাওয়াতে খুশি এবং তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের বৈঠক
১৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:১৪




সংবাদ ছবি
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
১৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৩:৫৮



সংবাদ ছবি
পাথরঘাটায় হরিণের মাংসসহ আটক ১
১৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:২৩:১৩



Follow Us