বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ৯ ডিসেম্বর। চার দিনব্যাপী এই কার্যক্রম চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এ ভর্তি হয়ে থাকে। ভর্তি প্রক্রিয়ার বিষয়টি সহজ করতে ‘অ্যাডমিশন রোডম্যাপ’ নামক একটি অ্যাপ তৈরি করেছেন বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যায়নরত একদল শিক্ষক-শিক্ষার্থীরা। বাকৃবির নবীন শিক্ষার্থীরা অ্যাপটির সহযোগিতায় সহজেই নিজেরা ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে। অ্যাপটি (bie.bau.edu.bd/arm) লিংকটিতে ক্লিক করলেই পাওয়া যাবে।

৮ ডিসেম্বর রোববার দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অফিসের সম্মেলন কক্ষে অ্যাপটি উন্মোচন করেন ওই অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন।


জানা যায়, অনুষদের কম্পিউটার বিজ্ঞান এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মেছবাহ উদ্দিনের তত্ত্বাবধানে বায়োইনফরমেটিক্সে অধ্যয়নরত তৃতীয় বর্ষের অনিক হাওলাদার, দ্বিতীয় বর্ষের মো. ইশমামুল হক ও প্রথম বর্ষের মো. আসিফুজ্জামান একযোগে ওই অ্যাপটি তৈরি করেছেন।
এ সময় সহযোগী অধ্যাপক মেছবাহ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা প্রদান করবে অ্যাপটি। অ্যাপটিতে রয়েছে ছয়টি ধাপ। প্রথম ধাপে রক্ত পরীক্ষা, দ্বিতীয় ধাপে স্বাস্থ্য পরীক্ষা, তৃতীয় ধাপে অনুষদ অনুসন্ধান, চতুর্থ ধাপে হল বণ্টন, পঞ্চম ধাপে রেজিস্ট্রার অফিসে ভর্তি নিশ্চিতকরণ ও ষষ্ঠ ধাপে পূবালী ব্যাংকে ভর্তি অর্থ প্রদান করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ম্যাপ সহায়তা অ্যাপটি প্রদান করবে।
অ্যাপটি সম্পর্কে অনুষদীয় ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন বলেন, কম্পিউটার বিজ্ঞান ও গণিত বিভাগের এই উদ্যোগকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। বিভাগের সকল শিক্ষক এবং স্নেহাস্পদ শিক্ষার্থীদের আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তাঁদের প্রচেষ্টা ও উদ্ভাবনী মনোভাব আমাদের অনুষদকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available