• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১০:০০:২৪ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১০:০০:২৪ (20-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সেনবাগে প্রাণিসম্পদ দফতরের উদ্যোগে ৭২০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

২৩ মার্চ ২০২৪ বিকাল ০৪:০৩:৩৫

সেনবাগে প্রাণিসম্পদ দফতরের উদ্যোগে ৭২০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে মাংস ডিম ও দুধের বাজার নিয়ন্ত্রণের লক্ষে উপজেলা প্রাণিসম্পদ দফতরের উদ্যোগে ৭২০ টাকা দরে গরুর মাংস, ১ ডজন মুরগির ডিম ১০৫ টাকা দরে ও ৮০ টাক দরে এক লিটার গরুর দুধ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

২৩ মার্চ শনিবার সকাল ১০টায় সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয় গেইটের সামনে উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ ও পৌরসভা মেয়র আবু নাছের ভিপি দুলাল আনুষ্ঠানিক ভাবে ওই কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ, সেনবাগ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. তারেকসহ অনেকে।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ভোক্তাদের সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রি শুরুর এক ঘণ্টা আগে সেনবাগ পৌরশহরের মাইকে প্রচারণা চালিয়ে ৭০০ টাকা দরে গরুর মাংস বিক্রির প্রচারণা চালান বাজারের গরুর মাংস ব্যবসায়ীরা। রোজার আগ থেকে সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় হাড়সহ গরুর মাংস বিক্রি হচ্ছিল ৮০০ থেকে সাড়ে ৮০০ টাকায় এবং হাড় ছাড়া ৯০০ টাকায়।

সারাদেশে সরকার গরুর মাংসসহ অন্যন্যা ভোগ্য পণ্যের মূল্য নির্ধারণ করে দিলেও সেনবাগে এর প্রভাব পড়েনি। অবশেষে শনিবার উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দফতরের উদ্যোগে খোলা বাজারে মাংস বিক্রির উদ্যোগ নিলে মাংসের বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসে। ভোক্তাদের দাবি এ ধনের উদ্যোগ যেন অব্যহত থাকে।

সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ জানান, বাজারর নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত উপজেলার বড় বড় বাজারগুলোতে সাপ্তাহিক হাট বাজারের দিন গরুর মাংস, মুরগির ডিম ও দুধ বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ