• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০১:১৮:১৮ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০১:১৮:১৮ (01-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঈশ্বরদীতে প্রেমিকের সাথে বিয়ে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

২০ অক্টোবর ২০২৪ সকাল ০৯:৪২:১৩

ঈশ্বরদীতে প্রেমিকের সাথে বিয়ে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে প্রেমিকের সাথে বিয়ে না দেওয়ার অভিমানে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে । ১৮ অক্টোবর শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরী মারিয়া খাতুন শাম্মি (১৩) বটতলা এলাকার মো. হাবিবুর রহমানের মেয়ে এবং ভাড়ইমারী রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

ভুক্তভোগী পরিবার, ঈশ্বরদী থানা এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, আনন্দ বাজার এলাকার মো. শহীদুল মণ্ডলের ছেলে এবং ভাড়ইমারী বটতলা ওয়ার্কশপ মিস্ত্রী নাঈম ইসলাম (১৭)  এর সাথে কিশোরী শাম্মির মনের আদান প্রদান দীর্ঘ দিনের।

সেই প্রেমকে পূর্ণ করতে ১৮ অক্টোবর শুক্রবার নাঈমের প্রেমের ডাকে সাঁড়া দিয়ে তার বধূ হওয়ার স্বপ্নে বিভোর শাম্মি পিত্রালয় ছেড়ে চলে আসেন প্রেমিক নাঈমের বাড়িতে। কিন্তু ভাগ্য তাদের সহায় হয় নি। অবশেষে দুই পরিবারের আলোচনায় গভীর রাতে পিত্রালয়ে ফিরে যেতে বাধ্য হয় কিশোরী শাম্মি। বাড়ি ফিরে পরিবারের সকলের নানা কথা আর প্রেমিক হারানোর আর্তনাদ সইতে না পেরে রাতের কোন এক সময় নিজ শয়ন কক্ষের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন কিশোরী। সকালে স্বজনরা তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শম্মিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১