• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০২:০৯:৩৪ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০২:০৯:৩৪ (21-May-2024)
  • - ৩৩° সে:

তথ্য ও প্রযুক্তি

ইয়াবের আয়োজনে অনুষ্ঠিত হলো বড় পর্দায় ছোট গল্প প্রদর্শনী

৮ অক্টোবর ২০২৩ বিকাল ০৩:৩১:৩৫

ইয়াবের আয়োজনে অনুষ্ঠিত হলো বড় পর্দায় ছোট গল্প প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক: ইউটিউবার অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ইয়াব)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো বড় পর্দায় ছোট গল্প প্রদর্শনী। ৭ অক্টোবর শনিবার রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি কাঁচার মিলনায়তনে ২০ জনের ২০টি ভিডিও প্রদর্শন এবং ‘সামাজিক ভিডিও নির্মাণের গুরুত্ব’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ ও ধর্ম মন্ত্রী এবং বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি, লেখক ও সংগীতজ্ঞ প্রাকৃতজ শামিম রুমি টিটন।  অনুষ্ঠানের উদ্বোধন করেন লেখক,  রাজনৈতিক ও মিডিয়া ব্যক্তিত্ব এ এস এম নজিবুল আকবর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ও স্বাস্থ্যবন্ধু ডা : আনোয়ার ফরাজী ইমন।

সভাপতির বক্তব্যে ইয়াবের সভাপতি শাহিন আহমেদ বলেন, লক্ষ্য করলে দেখা যাবে ইউটিউবাররা মাঝে মাঝে সামাজিক ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টিকারী, অশ্লীল এবং রাষ্ট্র বিরোধী ভিডিও প্রচার হয়ে থাকে। এই বিষয়ে আমাদের কোনো নীতিমালা নেই। আমরা চেষ্টা করছি আজকের আয়োজনের মাধ্যমে সামাজিক সচেতনতামূলক ভিডিও নির্মাণে উৎসাহিত ও অনুপ্রাণিত করা।

তিনি আরও বলেন, আজকের আমাদের এই আয়োজনে দর্শকরা সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে বার্তা পেলেন। আশা রাখি, তরুণ প্রজন্মেএতে উৎসাহিত হবে। সামাজিক ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টিকারী, অশ্লীল এবং রাষ্ট্রবিরোধী ভিডিও বাতিল বলে গণ্য হবে।

আয়োজনে মুক্তিযুদ্ধ, দেশীয় সংস্কৃতি, তথ্যমূলক ও শিক্ষামূলক ভিডিওগুলো বড় পর্দায় উপস্থিত দর্শকরা উপভোগ করেন। সুন্দর এই আয়োজেনর জন্য ইয়াবকে অভিনন্দন জানান তারা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ