• ঢাকা
  • |
  • রবিবার ২রা ভাদ্র ১৪৩২ সকাল ০৯:২৬:১৫ (17-Aug-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

উত্তরায় বিমান বিধ্বস্ত কোন হাসপাতালে কত হতাহত, জানাল আইএসপিআর

২১ জুলাই ২০২৫ বিকাল ০৫:৫০:১৪

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ১৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সেইসঙ্গে এ ঘটনায় আরও ১৬৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে তারা। 

২১ জুলাই সোমবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানা গেছে। 

আইএসপিআরের বার্তায় জানা গেছে, দুর্ঘটনায় ৭০ জনকে উদ্ধার করে ইতোমধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। সেইসঙ্গে সম্মিলিত সামরিক হাসপাতালসহ (সিএমএইচ) নিকটবর্তী হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে আরও অনেককে। 

বার্তায় পাঠানো হাসপাতালের তালিকা অনুসারে, বিমান বিধ্বস্তের ঘটনায় সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। সেখানে নেওয়ার পর ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে আহতাবস্থায় চিকিৎসা নিচ্ছেন আরও ১১ জন।

এছাড়া জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত হয়ে চিকিৎসাধীন আছেন ৭০ জন এবং নিহত হয়েছেন ২ জন। কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮ জন ও নিহত হয়েছেন ২ জন। উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে আহত অবস্থায় ভর্তি আছেন ১১
 জন এবং নিহত হয়েছেন ২ জন।

এছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও দুইজনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে উত্তরা আধুনিক হাসপাতালে আহত অবস্থায় ভর্তি আছেন ৬০ জন এবং নিহত হয়েছেন ১ জন। এছাড়া, আহত অবস্থায় একজন ভর্তি আছেন উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে। 

এর আগে, দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।

আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এক শিক্ষার্থী। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিবৃতি অনুসারে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই(৭০১) প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
মোস্তফা সরয়ার ফারুকী এখন শঙ্কামুক্ত
১৭ আগস্ট ২০২৫ সকাল ০৮:২৫:০৮