• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে শ্রাবণ ১৪৩২ সকাল ০৮:১৪:২৫ (14-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মিরপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

১১ আগস্ট ২০২৫ বিকাল ০৪:২৪:৫২

সংবাদ ছবি

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলা শিকার ফিরোজ আহাম্মেদ মিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় পত্রিকার দৈনিক আজকের সূত্রপাতের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।

১১ আগস্ট সোমবার ভোরে মিরপুর পৌরসভার সেক্টরপাড়াস্থ নিজ বাড়ি থেকে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে মিলন নামে এক সন্ত্রাসীর নেতৃত্বে ৩-৪ জনের একটি সংঘবদ্ধ দল হাতুড়ি, লোহার রড ও লাঠি সোঁটা দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়।

এসময় সে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতের আঁধারে সাংবাদিকের উপর এ ধরনের ন্যাক্কারজন হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, একই সাথে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পরপরই তাৎক্ষণিক পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। হামলাকারীরা পলাতক রয়েছে। তাদের আটক ও আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
১৩ আগস্ট ২০২৫ রাত ০৯:০২:৪৭