নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় ১৩ আগস্ট বুধবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে পাসপোর্ট তৈরির জন্য সহায়তা প্রদানের নামে অবৈধ অর্থের বিনিময়ে পাসপোর্ট তৈরির দালাল চক্রের সাথে জড়িত ৭ জনকে যথাযথ প্রমাণাদির ভিত্তিতে হাতে নাতে গ্রেফতার করেছে ডিয়াবাড়ি আর্মি ক্যাম্প।
তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে এবং উপযুক্ত প্রমাণাদির ভিত্তিতে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য উত্তরা তুরাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available