• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে শ্রাবণ ১৪৩২ সকাল ১০:২৮:১৩ (14-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফটিকছড়িতে শিক্ষক মারধরের ঘটনায় মানববন্ধন

১৩ আগস্ট ২০২৫ রাত ০৮:০১:০২

সংবাদ ছবি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অফিস সহায়ককে মারধরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন।

১৩ আগস্ট বুধবার সকালে ফটিকছড়ি-বারৈয়ারঢালা সড়কে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, হাইদচকিয়া বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষক ও কর্মচারীকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর কোনোভাবেই কাম্য নয়। শিক্ষকরা অপরাধ করলে অভিযোগ বিদ্যালয় পরিচালনা কমিটিকে জানানো উচিত, হামলা নয়।

এ ঘটনায় আহত প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মানববন্ধনে সৈয়দ মুহাম্মদ ইউছুপ, কামরুল হায়দার, সৈয়দ আজগরসহ একাধিক শিক্ষক বক্তব্য রাখেন।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী হাসপাতালে গিয়ে আহত শিক্ষকের খোঁজখবর নেন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় চৌধুরী রাশেদুল আবেদীন মাহমুদকে পুলিশ আটক করে আদালতে প্রেরণ করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ