• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে শ্রাবণ ১৪৩২ সকাল ১০:২৮:১২ (14-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরকে সবুজ শহর করার লক্ষ্যে গাছ লাগানো শুরু

১৩ আগস্ট ২০২৫ রাত ০৯:০৩:১৫

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরকে শিল্পসমৃদ্ধ সবুজ শহরে রুপান্তরিত করার লক্ষ্যে ২৫ হাজার গাছ লাগানোর উদ্যোগের শুরু হয়েছে।

১৩ আগস্ট বুধবার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও চ্যানেল আইয়ের ভাইস চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর সভাপতিত্বে গাজীপুর শাহীন ক‍্যাডেট একাডেমি কোনাবাড়ী শাখা থেকে এ উদ্যোগের শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড.নাজমুল করিম খান। তিনি জেলার সবখানে গাছ লাগানোর এই বৃহত্তম উদ্যোগের প্রশংসা করে মেট্রোপলিটন এলাকার নিরাপত্তা নিশ্চিতে তার সবোর্চ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসকসহ, ডেপুটি পুলিশ কমিশনার, প্রতিষ্ঠানটির পরিচালক সোহেল চৌধুরী, অনুষ্ঠানের সমন্বয়ক সাংবাদিক ফজলুল হক মোড়ল, শিল্প উদ্যোক্তাগণ ও শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা, ডিবিসি নিউজের পরিচালক সালাউদ্দিন চৌধুরীকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের গাজীপুর জেলার উপদেষ্টা মন্ডলীর সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ