• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে শ্রাবণ ১৪৩২ সকাল ০৮:১৫:৫৮ (14-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচার ও শাস্তির দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন

৯ আগস্ট ২০২৫ দুপুর ০২:২৩:৩৪

সংবাদ ছবি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

৯ আগস্ট শনিবার দুপুরে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েদুল ইসলাম হোসনার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ জাহিদুল ইসলাম প্রিন্স, গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সিনিয়র সাংবাদিক এইচএম মুছা আলী, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মুজাহিদ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, দৈনিক আমার দেশ এর বকশীগঞ্জ প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হাসান, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম রুপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আহমেদ সায়েম।

মানববন্ধনে বক্তারা বলেন, আর কত সাংবাদিকের প্রাণ গেলে সরকারের বোধোদয় হবে, সরকারের মন গলবে। সাংবাদিককে হত্যা করা হয় কিন্তু প্রশাসন, সরকারকে কোনো কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায় না। স্বাধীনতার পর যত সাংবাদিক হত্যার শিকার হয়েছে তার একটারও সঠিক বিচার হয় নি। ফলে বাংলাদেশের গণমাধ্যম আজ চরম হুমকির মুখে। তাই সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত বিচার আইনে বিচার কার্য নিষ্পত্তি করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

একই সঙ্গে তারা সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে স্থানীয় সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
১৩ আগস্ট ২০২৫ রাত ০৯:০২:৪৭