• ঢাকা
  • |
  • রবিবার ২রা ভাদ্র ১৪৩২ দুপুর ১২:৫১:৩৬ (17-Aug-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামে মসজিদের উদ্বোধন

৩ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:২৮:২৩

সংবাদ ছবি

নিজস্ক প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নবসংস্কারকৃত জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।

১ আগস্ট শুক্রবার  শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সহায়তায় বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবসংস্কারকৃত জামে মসজিদের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ (প্রভোস্ট) অধ্যাপক ড. মো. ফারুক শাহ্, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দিন আহমেদ, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মো. আখতারুজ্জামান, দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাউসার মোস্তফা আবুল উলায়ী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে. এম. সাইফুল ইসলাম এবং হলের হোম টিউটর ও ছাত্ররা।

উপাচার্য তাঁর বক্তব্যে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সারা দেশব্যাপী পরিচালিত শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং বলেন- এই ট্রাস্ট শুধুমাত্র একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয় বরং সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান।

উল্লেখ্য, হলে অবস্থানরত ১১০০ জন শিক্ষার্থীর নিয়মিত নামায আদায়ের জন্য ট্রাস্টের পক্ষ হতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবস্থা করা ছাড়াও আরও বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা যুক্ত করে কর্তৃপক্ষ এই সংস্কার কাজ সম্পন্ন করেন।

এছাড়াও ৩১ জুলাই ২০২৫ ইং বৃহস্পতিবার ট্রাস্টের পক্ষ হতে সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ জাফর উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও ড.সিরাজুল হক ইসলামী গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শফিকুর রহমান, দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাউসার মোস্তফা আবুল উলায়ী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে. এম. সাইফুল ইসলাম, পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও এসিস্ট্যান্ট প্রক্টর ড. শান্টু বড়ুয়াসহ বিভাগের সকল শিক্ষকবৃন্দ এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দিলীপ কুমার বড়ুয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
তিস্তায় পানি কমলেও নতুন শঙ্কা নদীভাঙন
১৭ আগস্ট ২০২৫ সকাল ১১:২৮:৫৯