আন্তর্জাতিক ডেস্ক: কানাডার জাতীয় বিমানসংস্থা এয়ার কানাডা ১৬ আগস্ট শনিবার থেকে সব ধরনের কার্যক্রম স্থগিত রেখেছে। বেতন-ভাতা নিয়ে সমঝোতা না হওয়ায় ১০ হাজারেরও বেশি কেবিন ক্রু ধর্মঘটে যাওয়ার পর এ সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। এতে গ্রীষ্মকালীন ভ্রমণের ব্যস্ত মৌসুমে বিশ্বজুড়ে হাজারো যাত্রী আটকে পড়েছেন। খবর সিএনএনের।
কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজের (সিইউপিই) মুখপাত্র হিউ পুলিওট নিশ্চিত করেছেন, মধ্যরাতে ধর্মঘট শুরু হয়। এর কিছুক্ষণ পর এয়ার কানাডা জানায়, তারা কার্যক্রম স্থগিত করছে।
১৫ আগস্ট শুক্রবার রাতেই কানাডার শ্রমমন্ত্রী প্যাটি হাইডু উভয় পক্ষের সঙ্গে বৈঠক করে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান। তিনি বলেন, “এত অল্প অগ্রগতি গ্রহণযোগ্য নয়। কানাডিয়ানরা উভয় পক্ষের সর্বোচ্চ প্রচেষ্টা আশা করছে।”
প্রতিদিন প্রায় ৭০০টি ফ্লাইট পরিচালনা করে এয়ার কানাডা। এর ফলে দৈনিক প্রায় ১ লাখ ৩০ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হবেন, যাদের মধ্যে ২৫ হাজার কানাডিয়ান বিদেশে আটকে পড়তে পারেন।
মন্ট্রিয়লের যাত্রী অ্যালেক্স লারোশ জানান, তিনি এবং তার বান্ধবী কয়েক মাস ধরে সঞ্চয় করে ইউরোপ ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু তাদের ৮ হাজার ডলারের অগ্রিম বুকিং এখন ঝুঁকিতে পড়েছে। তিনি বলেন, “এখন শুধু অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই।”
এয়ার কানাডা ও কেবিন ক্রু ইউনিয়নের মধ্যে টানা আট মাস ধরে আলোচনার পরও কোনো সমঝোতা হয়নি। মূল বিরোধ বেতন বৃদ্ধি ও অবৈতনিক কাজ নিয়ে।
এয়ারলাইন্সের সর্বশেষ প্রস্তাবে চার বছরে মোট ৩৮ শতাংশ ক্ষতিপূরণ বৃদ্ধির কথা বলা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এতে তাদের কেবিন ক্রুরা কানাডার মধ্যে সর্বোচ্চ বেতনভুক্ত হতেন।
কিন্তু ইউনিয়ন বলছে, প্রথম বছরে মাত্র ৮ শতাংশ বৃদ্ধির প্রস্তাব বর্তমান মুদ্রাস্ফীতির তুলনায় যথেষ্ট নয়। কেবিন ক্রুরা অভিযোগ করেছেন, তাদের বেতন প্রায় ন্যূনতম পর্যায়ে সীমিত এবং বিমান আকাশে না থাকাকালীন কাজের জন্য কোনো পারিশ্রমিক দেওয়া হয় না।
এয়ার কানাডা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীরা ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ অর্থ ফেরতের আবেদন করতে পারবেন। বিকল্প হিসেবে অন্যান্য এয়ারলাইন্সে ভ্রমণের সুযোগ দেওয়া হতে পারে। তবে সংস্থা জানিয়েছে, গ্রীষ্মকালীন ভ্রমণের ভিড় থাকায় অন্য এয়ারলাইন্সের টিকিট এখন প্রায় ভরতি, ফলে তাৎক্ষণিকভাবে পুনরায় বুকিং নিশ্চিত নয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available