বাকৃবি প্রতিনিধি: গত ২৮ জুলাই থেকে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন শুরু করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। পরে এতে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে যোগ দেয় ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরাও। ফ্যাকাল্টিতে তালা দিয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ করে চলছে তাদের আন্দোলন।
এ বিষয়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সাথে কথা বললে তিনি জানান, আমি নিয়মতান্ত্রিকভাবে এগোচ্ছি এবং শিক্ষার্থীদের যেকোনো ন্যায্য দাবিকে সম্মান করি। তবে অবশ্যই সেটি গণতান্ত্রিক এবং সিস্টেমেটিকভাবে করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হিসেবে যতটুকু সম্ভব আমি তাদের পাশে থাকব।
এসময় পশুপালন অনুষদের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ভর্তি হওয়ার পর প্রথম ১৫ দিন ক্লাস না করলে ভর্তি বাতিল হয়ে যায়, এটি বিশ্ববিদ্যালয়ের আইন। ওদের ফ্যাকাল্টি বন্ধ, এটি প্রশাসন বন্ধ করেনি। এটি ছাত্ররা করেছে, কাজেই দোষটি ছাত্রদের উপর যাবে অবশ্যই।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলন হঠাৎ করে শুরু করেছে। আমি ক্যাম্পাসে ছিলাম না। শিক্ষার্থীরা জি. এম. মুজিবর স্যারের কাছে কাগজপত্র জমা দিয়েছে। পরবর্তীতে আমি এসে ওদেরকে নিয়মতান্ত্রিকভাবে একটি ফরম্যাটে তাদের আইডি, রেজিস্ট্রেশন, লেভেল, সেমিস্টার, স্বাক্ষরসহ দরখাস্ত দিতে বলেছি এবং তারা জমা দিয়েছে। কাগজগুলো আমি সেই কাগজগুলো অফিসিয়ালভাবে ডিনের কাছে পাঠিয়ে দিয়েছিলাম ফ্যাকাল্টি কমিটির মিটিং দিয়ে শিক্ষকদের মতামত নিয়ে আমার কাছে পাঠানোর জন্য। তারা মতামত নিয়ে আমার কাছে চিঠি পাঠিয়েছে, সেটি আমার কাছে জমা আছে। ফ্যাকাল্টিতে সব মিলিয়ে ছাত্র সংখ্যা ১০৪৯ জন, তার মধ্যে ৫০১ জন স্বাক্ষর দিয়েছে। আবার অনেকে আমাকে ইমেইলও করেছে যে তারা এটার সাথে একমত নয় এবং তাদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে।
একইভাবে ভেটেরিনারি অনুষদও স্বাক্ষরসহ কাগজপত্র জমা দিয়েছে এবং তাদের সংখ্যাটা ২৫০-এর বেশি নয়। ওদের চিঠিও আমি একইভাবে তাদের ফ্যাকাল্টিতে পাঠিয়েছি তাদের কমিটি করে তাদের মতামত নিয়ে আমাকে চিঠি পাঠানোর জন্য। সেই চিঠি আমি এখনো পাইনি, আশা করি, উত্তর দুই-এক দিনের মধ্যে আসবে। এই চিঠিটি আমার কাছে আসলে আমি সিদ্ধান্ত নেব এবং একটি কমিটি গঠন করব।
প্রাণিসম্পদ খাতের বৃহত্তর স্বার্থে কম্বাইন্ড ডিগ্রির (বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এএইচ) দাবিতে একজোট হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদ ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।
১১ আগস্ট সোমবার এক যৌথ বিবৃতিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কম্বাইন্ড ডিগ্রির রোডম্যাপ ঘোষণা না করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ও ফার্মসমূহে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেওয়ার আল্টিমেটাম প্রদান করেছে উভয় অনুষদের শিক্ষার্থীরা।
এর আগে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।
বিবৃতিতে শিক্ষার্থীরা জানান, ‘গত এক সপ্তাহ ধরে আমরা ডিন স্যারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছি, তবে কোনো কার্যকর সমাধান পাইনি। তাই আমরা ঘোষণা করছি আগামী ২৪ ঘণ্টার মধ্যে কম্বাইন্ড ডিগ্রি প্রণয়নের জন্য কোনো কার্যকর রোডম্যাপ দেখানো না হলে প্রশাসনিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের ফার্মসমূহে অনিদিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া হবে।’
তারা আরও বলেন, ‘সমস্যার সমাধান না হলে প্রশাসনিক উদাসীনতার প্রতিবাদে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available