ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের ২০২৫-২৬ অর্থবছরের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ক্লাবের ১৪তম কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
২৬ আগস্ট মঙ্গলবার ইবি বিজনেস ক্লাবের উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন, সাবেক সভাপতি নাজিম হোসেন এবং সাধারণ সম্পাদক মো. রাকিব হাসান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আহমেদ মাসুম রেজা, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত জাহান এবং সহ-সভাপতি মো. মাহফুজুর রহমান। এছাড়াও ক্লাবের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে নবগঠিত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে দায়িত্বগ্রহণ এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
মনোনীত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত জাহান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব প্রতিষ্ঠাকাল থেকেই একঝাঁক শিক্ষার্থীর আশার আলো হয়ে এসেছে। এখানে জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের আত্মনির্ভর হওয়া, সমসাময়িক বিষয়ে দক্ষতা অর্জন, নেতৃত্ব দান এবং প্রতিযোগী হয়ে ওঠার মনোভাব তৈরি করা হয়। শিক্ষার্থীদের এই ভরসা রক্ষা করা, বিশ্ববিদ্যালয়ে নিজেদের অস্তিত্বের জানান দেয়া এবং পরবর্তী নেতৃত্ব তৈরি করাই আমার এখন দায়িত্ব। এই সংগঠনকে আরো বেশি গতিশীল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি।
সভাপতি আহমেদ মাসুম রেজা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের এ দায়িত্ব আমার জন্য শুধু সম্মান নয়, বরং এক বিশাল দায়িত্বও বটে। আমি বিশ্বাস করি, আমরা সবাই একসাথে কাজ করলে আমাদের ক্লাবকে আরও এগিয়ে নিতে পারব এবং শিক্ষার্থীদের শেখার, নেতৃত্ব গড়ে তোলার ও নতুন নতুন সুযোগ সৃষ্টির একটি মঞ্চ করে তুলতে পারব। সবার সহযোগিতা ও সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available