• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে আশ্বিন ১৪৩২ রাত ০৮:২৮:২১ (11-Oct-2025)
  • - ৩৩° সে:

পটুয়াখালীতে বাস ও র‌্যাবের কোস্টারের সংঘর্ষ, নিহত দুই

১১ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৩২:২৪

সংবাদ ছবি

নিজস্ব প্রতিনিধি: পটুয়াখালীতে যাত্রীবাহী বাস ও র‌্যাবের কোস্টারের (বাস) সঙ্গে সংঘর্ষে দুই বছরের শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ২৯ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে বরিশালে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১১ অক্টোবর শনিবার সকাল সাড়ে আটটার দিকে জেলার সদর উপজেলার আউলীয়াপুর ইউনিয়নের ফতুল্লা বাজার এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন- কোস্টার বাসের চালক এএসআই আব্দুল আলিম ও ওই গাড়ির যাত্রী র‌্যাবের এসআই প্রসেনজিতের দুই বছরের সন্তান প্রিয়ম (২)।

Ad

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাজেদুল ইসলাম সজল জানান, বরিশালের র‌্যাব-৮ এর পরিবারের সদস্যরা একটি কোস্টার বাসে করে সকালে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিলেন। ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে র‌্যাবের কোস্টারের ওপর উঠিয়ে দেয়। এতে কোস্টারের সামনের অংশ দুমরেমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই বছরের শিশু প্রিয়ম। মুমূর্ষু অবস্থায় কোস্টারের চালককে উদ্ধার করা হয়। পরে বরিশাল সিএমএইচ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এছাড়া আহতদের মধ্যে আফরোজা বেগম নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনিসহ সব আহত বর্তমানে বরিশাল সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি জানান, আহতদের প্রথমে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখান থেকে বরিশাল সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতাল ও পরে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।  

ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাজেদুল ইসলাম সজল জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সহায়তায় ধানসিঁড়ি পরিবহনের বাসটি রাস্তার থেকে সরিয়ে নিয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। র‌্যাবের কোস্টারটি সরানোর কাজ চলছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
চতুর্দিক থেকে বিএনপিকে ঘায়েলের চেষ্টা চলছে
১১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:৪১


সংবাদ ছবি
বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা
১১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:০৩:০৬



সংবাদ ছবি
বন্দরে জিয়া সৈনিক দলের কমিটি ঘোষণা
১১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:০৪:২৪



সংবাদ ছবি
১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব
১১ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩৭:৪০



Follow Us