• ঢাকা
  • |
  • সোমবার ৩রা ভাদ্র ১৪৩২ দুপুর ১২:১৫:৫২ (18-Aug-2025)
  • - ৩৩° সে:

দুর্ঘটনা

শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইমামের মৃত্যু

১৮ আগস্ট ২০২৫ সকাল ১০:৫৫:৪২

সংবাদ ছবি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে  মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক ইমামের মৃত্যু হয়েছে।

আজ ১৮ আগস্ট সোমবার সকালে শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা আব্দুর রহমান একই এলাকার মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি বাঁশকান্দি ইউনিয়ন পঞ্চগ্রামের একটি মসজিদে ইমমাতি করতেন।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মাওলানা আবদুর রহমান প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ফজরের নামাজের ইমামতি করতে রওনা হন। শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাঁশকান্দি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারান তিনি।

এ সময় মোটরসাইকেলটি একটি গাছের সাথে ধাক্কায় মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন আব্দুর রহমান। দুমড়ে-মুচড়ে যায় বাহনটি। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শিবচর থানা ইনচার্জ অফিসার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার সত্যতা পেয়েছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
শেরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
১৮ আগস্ট ২০২৫ সকাল ১০:৫৫:৩৫