• ঢাকা
  • |
  • সোমবার ৩রা ভাদ্র ১৪৩২ দুপুর ১২:৪০:২৭ (18-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ৮ জেলেকে উদ্ধার

১৮ আগস্ট ২০২৫ সকাল ১১:২৪:৫৫

সংবাদ ছবি

বাগেরহাট প্রতিনিধি: শ্যাফট বিকল হয়ে সমুদ্রে ভেসে থাকা ফিশিং বোট এফবি মায়ের দোয়া-এর আট জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

১৮ আগস্ট সোমবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৪ আগস্ট আটজন জেলেকে নিয়ে বোটটি মাছ ধরতে সমুদ্রে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে বোটের শ্যাফট বিকল হয়ে পড়ায় এটি ভেসে থাকতে থাকে। তিন দিন পর মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হলে রোববার সকাল ১০টার দিকে এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সাহায্য চান।

খবর পেয়ে সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেয়। অল্প সময়ের মধ্যেই মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন বয় নম্বর-৫ এলাকা থেকে জেলেসহ বোটটি উদ্ধার করা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়ে বোটসহ নিরাপদে হারবারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন আব্দুর রাজ্জাক, মো. ফারুক, মো. কামাল, আলম, মো. জাকারিয়া, মো. সজীব ও রাকিব (পিরোজপুর জেলার বাসিন্দা) এবং মো. রাকিব (বরগুনা জেলার বাসিন্দা)। বোটটির মালিক মো. রাজ্জাক।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল পরিচালনা করছে এবং ভবিষ্যতেও উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ