খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: নিরাপত্তার জন্য কুষ্টিয়ার খোকসা পৌর শহরের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার একটিও বর্তমানে সচল নেই। শহরের গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও জনসমাগমস্থলে স্থাপন করা এসব নজরদারি ক্যামেরা বিগত এক বছরেরও বেশি সময় ধরে অচল থাকায় শহরবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পুলিশের সংশ্লিষ্টরা অপরাধের তদন্ত করতে গিয়ে দেখতে পান ক্যামেরাগুলো নষ্ট। সিসি ক্যামেরা না থাকায় খোকসাতে যথাযথভাবে অপরাধ নিয়ন্ত্রণ কিংবা প্রতিরোধ করা যাচ্ছে না।
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধী শনাক্তে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রক্ষণাবেক্ষণের অভাবে সিসি ক্যামেরাগুলো অকেজো হয়ে পড়ায় নতুন ক্যামেরা এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ জরুরি বলে মনে করেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।
তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে সিসিটিভি ক্যামেরা। এই ক্যামেরা সাধারণ মানুষ ও ব্যবসায় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অপরাধ দমন ও অপরাধী চক্রকে শনাক্ত করতে সহয়তা করে। বিশেষ করে, রাতের অন্ধকারে চুরির মতো যে ঘটনাগুলো ঘটে এসব সিসি ক্যামেরার মাধ্যমে দেখে চোরদের শনাক্ত ও আইনের আওতায় আনা সহজ হয়।
পৌর বাসিন্দাদের অভিযোগ, নজরদারির অভাবে শহরের বিভিন্ন এলাকায় মাদক কারবার, ছিনতাই ও চুরির মতো অপরাধ বেড়েছে। এমনকি শহরে হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটছে। সিসি ক্যামেরা না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ জটিল হয়ে পড়েছে।
পৌর বাজারের ব্যাবসায়ী হাদি-উজ্জামান কায়েশ বলেন, সিসি ক্যামেরা বাজারের চুরিসহ নানা অব্যবস্থাপনা রোধ ও নিরাপত্তায় বড় ভূমিকা রাখে। কিন্তু এখন সবই নষ্ট।
এবিষয়ে খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুন বলেন, সিসি ক্যামেরা শুধু চুরি, ডাকাতি, ছিনতাই আর সহিংসতা নয়, স্কুল-কলেজ গামী ছাত্রী ও বাজারে আসা নারীদেরও নিরাপত্তা বাড়ায়।
খোকসা পৌর বাজারের গার্মেন্টস ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, পৌর বাজার সিসি ক্যামেরার আওতায় থাকলে হ্রাস পাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা। শৃঙ্খলা ফিরবে জনজীবনে। নিরাপদ হয়ে উঠবে মানুষের চলাচল।
এবিষয়ে জানতে চাইলে খোকসা পৌর প্রশাসক রেশমা খাতুন এশিয়ান টিভিকে জানান, বাজারে স্থাপিত অকেজো সিসিটিভি ক্যামেরা মেরামতের কাজ প্রক্রিয়াধীন। পুরো খোকসা পৌরসভাকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পর্যায়ক্রমে পৌরসভাকে সিসিটিভি ক্যামেরায় আওতায় আনা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available