• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই আশ্বিন ১৪৩২ সকাল ০৬:৫২:৫৬ (29-Sep-2025)
  • - ৩৩° সে:

রাজধানীতে মালয়েশিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ, সড়কে যান চলাচল ব্যাহত

২৮ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:৩২:৩৫

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মহাসমাবেশ করেছেন।

২৮ সেপ্টেম্বর রোববার সকালে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। এতে কারওয়ানবাজার ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

Ad
Ad

বিক্ষোভকারীরা জানান, তারা সেই ১৭ হাজার শ্রমিকের মধ্য থেকে এসেছেন, যারা মালয়েশিয়া কর্তৃপক্ষের নির্ধারিত ২০২৪ সালের ৩১ মে মাসের সময়সীমার মধ্যে যাত্রা করতে পারেননি। 
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মী মো. কাওসার ব‌লেন, আমাদের ২০২৪ সালের মে মাসের মধ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু এখ‌নো যে‌তে পা‌রি‌নি। ৫-৬ লাখ টাকা খরচ হয়েছে, যার ম‌ধ্যে বে‌শির ভাগ ঋণ।

Ad

বিক্ষোভে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বাবু বলেন, আমরা নিঃস্ব হয়ে গেছি। সরকার আশ্বস্ত করেছিল, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।

বিক্ষোভকারীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন–

১. যাদের ই-ভিসা ৩১ মে’র আগে ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র পাননি, এবং যারা সব প্রক্রিয়া শেষ করেছেন, তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে।

২. নতুন সাক্ষাৎকার হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না।

৩. অতি দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং লিখিতভাবে একটি স্মারকলিপি দিতে হবে।

৪. প্রধান উপদেষ্টা ও প্রবাসীকল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই স্মারকলিপি জমা দিতে হবে।

৫. লিখিত সময়সীমার মধ্যে শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে সরকারকে অবিলম্বে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ও ক্ষতিপূরণ দিতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান
২৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:২৬:২৪



সংবাদ ছবি
হাজি সেলিমের বাড়িতে অভিযান, মিলল বিলাসবহুল ৬ গাড়ি
২৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৭:১৮


সংবাদ ছবি
হজের তিন প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৪ লাখ ৬৭ হাজার
২৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১১:৩৫


সংবাদ ছবি
সরিষাবাড়ীতে বজ্রপাতে কিশোরের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৪:৩৫



Follow Us