লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় চিকিৎসকের চেম্বারের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষার পর মায়ের কোলেই তিনমাস বয়সী এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
২০ আগস্ট বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার লোহাগাড়া মা-মনি হাসপাতাল লিমিটেড নামক এক প্রাইভেট ক্লিনিকে এ ঘটনা ঘটে।
শিশুর পরিবারের অভিযোগ, চিকিৎসকের সহকারীর দায়িত্বে অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, জরুরি বিভাগে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও তারা শোনেননি।
নবজাতকটি উপজেলার উত্তর কলাউজান এলাকার বাসিন্দা মো. সাকিবের ছেলে।
শিশুটির পিতা সাকিব জানান, সকালে আমি ও আমার স্ত্রী বাচ্চা নিয়ে হাসপাতালের শিশু চিকিৎসক মো. হেলাল উদ্দিনের কাছে আসি। চিকিৎসককে দেখানোর জন্য আমরা ১৭ নম্বর সিরিয়াল নিই। বাচ্চার অবস্থা তখন আশঙ্কাজনক ছিল। চিকিৎসকের সঙ্গে দ্রুত দেখা করার জন্য আমরা সিরিয়াল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সহকারীদের অনুরোধ করি। অনেক অনুরোধ করার পরও সহকারীর অবহেলায় আমরা বাচ্চাকে নিয়ে চিকিৎসকের কক্ষে ঢুকতে পারিনি। ৪৫ মিনিট পর মায়ের কোলেই সে মারা যায়।
এ ব্যাপারে জানতে ডা.হেলাল উদ্দীন বলেন, বাচ্চাটি আমার চেম্বারে এসেছে মৃত, বাইরে সহকারীর সাথে কী হয়েছে পরে জানতে পেরেছি এবং সাথে সাথেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।
জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available