কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সারা দেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
এরই অংশ হিসেবে ২১ আগস্ট বৃহস্পতিবার গাজীপুর জেলার ৫টি উপজেলা, ৩৯টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট ফারুক আহমেদ প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। কালিয়াকৈরে উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন।
কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৪৫০টি ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। এসময় উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ টিটন মিয়া, উপজেলা প্রশিক্ষিকা নিগার সুলতানা, পৌরসভার সকল ওয়ার্ড দলনেতা-দলনেত্রী ও টিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আনসার-ভিডিপি সদস্যদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তারা জানান, তৃণমূল পর্যায় পর্যন্ত এ উদ্যোগ ছড়িয়ে দিতে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের দলনেতা, দলনেত্রী এবং আনসার-ভিডিপি সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
জেলা কমান্ড্যান্ট ফারুক আহমেদ বলেন, “তৃণমূল পর্যায়ে আনসার-ভিডিপি সদস্যরা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কালিয়াকৈর উপজেলায় এই বৃক্ষরোপণ কার্যক্রম শুধু পরিবেশ রক্ষারই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার দায়িত্বশীল উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available