• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৫১:২৮ (21-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

২১ আগস্ট ২০২৫ বিকাল ০৪:৩৭:১৮

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

২১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, কোনড়া গ্রামের কয়েকজন ব্যক্তি বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ভাসমান মরদেহ দেখতে পায়। পরে তারা আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। খবর পেয়ে মোকনা ইউনিয়ন পরিষদের সদস্য আফজাল মিয়া ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

মোকনা ইউপি সদস্য আফজাল মিয়া বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এলাকাবাসীর কাছে জানতে চাইলে কেউ লাশটির পরিচয় বলতে পারেনি। এরপর আমি থানায় খবর দিই।”

এ বিষয়ে ওসি রফিকুল ইসলাম বলেন, “অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পাশের থানাগুলোতে কোনো নিখোঁজ ডায়েরি হয়েছে কি না তা খোঁজ নেওয়া হচ্ছে। যদি নিখোঁজের তথ্য মেলে, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করা হবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ