• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে ভাদ্র ১৪৩২ রাত ১০:৩৫:২০ (05-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

হাজী মাদবর আলী মাদ্রাসার পুনর্মিলনী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

৫ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:০৮:০৪

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: হাজী মাদবর আলী হাচানিয়া দাখিল মাদ্রাসার ঐতিহ্য ও গৌরবের ৩৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত ২য় পুনর্মিলনী অনুষ্ঠানের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর শুক্রবার এ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন হাজী মাদবর আলী হাচানিয়া দাখিল মাদ্রাসা এলামনাই এসোসিয়েশনের আহবায়ক হাজী মোঃ জাকির হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মাদবর আলী হাচানিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হাজী মোঃ মঞ্জুর মোর্শেদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোঃ আফাজ উদ্দিন, মোঃ দেলোয়ার হোসেন, হাচানিয়া এতিম খানা ও হেফজখানার সভাপতি হাজী মোঃ মফিজুল ইসলাম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ সাইদুর রহমান, হাজী মোঃ নুরুল ইসলাম এবং হাজী মোঃ কফিল উদ্দিন।

সভায় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা গোলাম রব্বানী, সাবেক সহ সুপার মাওলানা গোলাম মোস্তফাসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, প্রাক্তন ছাত্রছাত্রী, সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে একটি ৫০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আহবায়ক হাজী মোঃ জাকির হোসাইন, সদস্য সচিব মোঃ নাজিম উদ্দিন, যুগ্ম আহবায়ক আবু ইউসুফ, মিলন হোসেন ও সোহেল আরমান, সহ-সদস্য সচিব মোঃ কাঞ্জুল হাসান ও সালমান ফারাবী।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন – আব্দুল মোমিন, মোঃ রাকিব, মোঃ রুবেল, আবু রায়হান, আব্দুল্লাহ, জুবায়ের তানজিল, মোঃ হেকমত আলী, মোঃ নাঈম ইসলাম, মোঃ তামিম হোসাইন, মোঃ সাব্বির হোসাইন, ফাহমিদা ইসলাম, উম্মে হাবিবা, রেদওয়ানুল ইসলাম রাফিন, সাদাফ ইসলাম, মেহেদী হাসান রাতুল, নাঈম খানসহ আরো অনেকে।

সভায় জানানো হয়, আগামী জানুয়ারি ২০২৬-এ হাচানিয়া দাখিল মাদ্রাসার ৩৫ বছর পূর্তি উপলক্ষে একটি বৃহৎ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার মধ্য দিয়ে পুনর্মিলনীর প্রস্তুতি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

সভায় বক্তারা বলেন, “হাচানিয়া শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি আমাদের এলাকার ঐতিহ্য, ভ্রাতৃত্ব ও গৌরবের প্রতীক। এই পুনর্মিলনী ছাত্র, শিক্ষক, প্রাক্তন ও সমাজের সবার মিলনমেলা হয়ে উঠবে।”

সভায় সকল প্রাক্তন শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সমাজের সর্বস্তরের মানুষকে পুনর্মিলনী সফল করার জন্য সহযোগিতার আহ্বান জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ
৫ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:২৪:৪১






সংবাদ ছবি
বকশীগঞ্জে বিখ্যাত মহিষের টক দইয়ের হাট
৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:২৬

সংবাদ ছবি
নারায়নগঞ্জে ৫ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২২:১৯