সিনিয়র স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে জেলার পুলিশ সুপার (এসপি) দায়িত্বভার গ্রহণ করেন। এসময় বিদায়ী পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার তাকে হাস্যোজ্জ্বল ভাবে ফুল দিয়ে বরন করে দায়িত্বভার বুজিয়ে দেন।
নতুন পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন ২৫তম বিসিএস এর একজন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তাঁর নিজ জেলা চাঁদপুরের মতলবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেছেন।
এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।অপরদিকে নারায়ণগঞ্জের বিদায়ী পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে বদলি করে সিআইডিতে সংযুক্ত করা হয়েছে।
তিনি গত বছরের ৩০ আগস্ট নারায়ণগঞ্জে পুলিশ সুপার(এসপি) হিসেবে যোগ দিয়েছিলেন। সম্প্রতি মহামান্য রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available