• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই ভাদ্র ১৪৩২ রাত ০৯:৩৯:৫০ (28-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালিয়াকৈরে পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

২৮ আগস্ট ২০২৫ বিকাল ০৩:১২:০২

সংবাদ ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে এক পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৭ আগস্ট বুধবার সকালে পৌরসভার পল্লী বিদ্যুৎ ডাক্তার বাড়ি এলাকার আতাউর রহমানের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোস্তাফিজুর রহমান (৩৯) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কোতোয়ালি বাগ গ্রামের মনতাজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করছিলেন, স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে মোস্তাফিজুরের ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকে। সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ