• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই ভাদ্র ১৪৩২ রাত ১১:১৭:৪৭ (28-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাধ্যমিকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে অবদান রাখছেন পারভেজ মল্লিক

২৮ আগস্ট ২০২৫ রাত ০৯:১০:১২

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা: যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক বলেছেন, তোমাদের এই জিপিএ-৫ প্রমাণ করে অধ্যবসায় ও পরিশ্রমের ফল সব সময় মিষ্টি হয়। এই জিপিএ-৫ জীবনের প্রথম একটি ধাপ মাত্র। আগামীর পৃথিবীতে নিজেদের জায়গা করে নেওয়ার জন্য তোমাদের চ্যালেঞ্জ নিতে হবে। তোমাদের সৃজনশীলতা, প্রযুক্তিগত শিক্ষা ও বাস্তব জীবনমুখী শিক্ষায় শিক্ষিত হতে হবে।

২৮ আগস্ট বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তেরখাদার ১৪টি স্কুল ও মাদ্রাসার জেনারেল ও ভোকেশনাল বিভাগের ৬১ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের ক্রেস্ট ও বই উপহার দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান পারভেজ মল্লিক।

পারভেজ মল্লিক বলেন, তেরখাদা হল একটি অবহেলিত প্রত্যন্ত অঞ্চল। এই অন্তর থেকে পড়াশোনা করে নিজেকে এগিয়ে নেওয়া যে কতটা কঠিন এই বাস্তবতা আমরা অন্তত উপলব্ধি করেছি। এই অঞ্চলের অনেকেই মাঝপথে শিক্ষা থেকে ঝরে যায়। তাই কেউ যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডকে দাঁড় করানোর জন্য আপনারা নিরলসভাবে কাজ করে চলেছেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের সামনে অপার সম্ভাবনা। আমরা প্রত্যাশা করি তোমাদের মধ্য থেকে আগামী দিনের নেতৃত্ব গড়ে উঠবে।

মজিদ মল্লিক ফাউন্ডেশনের কার্যক্রম উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের মাদকাসক্ত থেকে দূরে রাখতে ইতোমধ্যেই আমরা নানা পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের এই কাজের উদ্দেশ হল এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনসহ তরুণ প্রজন্মকে সুশিক্ষার মাধ্যমে গড়ে তোলা। আমরা যদি সম্মিলিতভাবে কাজ করতে পারি তাহলে আমরা আমাদের উদ্দেশ্য সফল করতে পারব।

তিনি আরও বলেন, আমাদের এই অঞ্চলের নারীদের কর্মসংস্থান ও শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। এছাড়াও বেকারত্ব এই অঞ্চলের একটি বড় সমস্যা। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আর এই বেকারত্ব ও অল সত্যের কারণেই এই অঞ্চলে নিয়মিত অনেক সমস্যা লেগে আছে। যদি আমরা এই মানুষগুলোকে কর্মসংস্থানের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে তাদের যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে তেমনি এই এলাকার অভ্যন্তরীণ সমস্যাগুলো ও সমাধান হবে।

এর আগে, বুধবার মজিদ মল্লিক ফাউন্ডেশন থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনা সভার আয়োজন করা হায়। এ সময় বিএনপি নেতা পারভেজ মল্লিক বলেন, শুধু মাত্র প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করছি না। এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাসহ বিদেশে পড়াশোনার জন্য সার্বিক সহযোগিতার ব্যবস্থা আমরা করছি। হয়তো আমরা শিক্ষার্থীদের সম্পূর্ণ ফাইন্ডিংয়ের ব্যবস্থা করতে পারব না। কিন্তু কিন্তু বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের আবাসন সহ প্রয়োজনীয় ফ্যাসিলিটির গুলোর ব্যবস্থা করার লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান আছে।

এসময় উপস্থিত ছিলেন- তেরখাদা উপজেলা বিএনপির, তেরখাদা থানা ছাত্রদলের প্রতিষ্ঠা সভাপতি মো. বিল্লাল হোসেন, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ, তেরোখাদা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ রবিউল ইসলাম লাখু, তেরোখাদা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সরদার জিয়াউর রহমান, তেরখাদা উপজেলা বিএনপি নেতা, শেখ আসাবুর রহমান, গোলজার আলম, শেখ লালিম, আরিফ শেখ, বাহার মোল্লা, এনামুল শেখ, মো. তফসির ফকির, আজিজ, চৌধুরী সবুজ, জুয়েল, এনামুল শেখ, ছাত্রদল নেতা বনি আমিন, বাবু চৌধুরী, সোহেল প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ