• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই ভাদ্র ১৪৩২ রাত ০৯:৩৮:২৯ (28-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ধনবাড়ীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও চাঁদা দাবির অভিযোগ

২৮ আগস্ট ২০২৫ বিকাল ০৩:০৮:১৪

সংবাদ ছবি

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতি‌নি‌ধি: টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপ‌জেলার সা‌কিনা মে‌মো‌রিয়াল গার্লস হাই স্কুল এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গোলাম রব্বানীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে । এ নিয়ে জেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্ত‌ভো‌গী বিদ্যালয়টির কম্পিউটার ল্যাব অপারেটর শহিদুল ইসলাম ।

জানা যায়, সা‌কিনা মে‌মো‌রিয়াল গার্লস হাই স্কুল এর সিনিয়র শিক্ষক ধর্ম মোহাম্মদ আব্দুর রশীদ, সিনিয়র শিক্ষক শরীরচর্চা মনোয়ারা খাতুন এবং সিনিয়র শিক্ষক গণিত মো. ওয়াহাব আলী এই ৩ শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গোলাম রব্বানীর সকল অপকর্মে প্রধান সহযোগী হিসেবে রয়েছেন।

ভুক্ত‌ভো‌গী কম্পিউটার ল্যাব অপারেটর শহিদুল ইসলাম জানান, গত ২০২৪ জুলাই আগস্ট  রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর ২০ আগস্ট ২০২৪ তারিখে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গোলাম রব্বানসহ আরো ৩ জন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষ‌কের কক্ষে ডেকে নিয়ে আমার নিকট চাকরি টিকিয়ে রাখার জন্য বিদ্যালেয়র উন্নয়নের কথা বলে চার লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এ সময় দেশের পরিস্থিতি যেহেতু স্বাভাবিক ছিল না তাই আমি কোনো অভিযোগ দায়ের করি নাই । কিন্তু গত ৫মে উনারা পুনরায় ৪ লক্ষ টাকা চাঁদা প্রদানের জন্য চাপ প্রদান করেন। অর্থ প্রদানে আমি অস্বীকৃতি জানালে উনারা আমার উপর ক্ষিপ্ত হন এবং হুমকি প্রদান করে বলেন যে, এই পদে চাকরি নেওয়ার জন্য ১০ থেকে ১৫ লক্ষ টাকা দিতে হয়, আপনার কাছে কমই চাওয়া হয়েছে।

তারা আরও বলেন, আপনি যদি কমপক্ষে ৪ লক্ষ টাকা না দিতে পারেন তাহলে আপনাকে বাদ দিয়ে আমরা নতুন লোক নিব এবং যতক্ষণ পর্যন্ত এই বিষয়ে সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আপনার বিদ্যালয়ে প্রবেশ নিষেধ। একই সাথে অজ্ঞাতনামা বহিরাগত আরো দুইজন লোকের মাধ্যমেও হুমকি ধামকি ও চাপ প্রদান করেছেন এবং আমাকে বিদ্যালেয় প্রবেশে বাধা প্রদান করেন। আমার পিতা ও মাতা প্রতিষ্ঠানে এই বিষ‌য়ে জান‌তে গে‌লে  স্কুলের এক শিক্ষক তাকে জানায় যতক্ষণ পর্যন্ত চার হতে পাঁচ লাখ টাকা না দি‌বেন ততক্ষণ পর্যন্ত উক্ত প্রতিষ্ঠানে চাকরি করতে দিবে না। এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষকের বাসায় তারা গে‌লে তিনিও একই কথা বলেন। বি‌ভিন্ন মহ‌লে আমি ও আমার প‌রিবার ঘু‌রে কোনো সমাধান না পেয়ে গত ২৮ জুলাই বি‌ভিন্ন দপ্তরসহ টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দা‌য়ের ক‌রি । সেই আলো‌কে ধনবাড়ী উপ‌জেলা মাধ‌্যমিক শিক্ষা অ‌ফিস‌কে তদ‌ন্তের নির্দেশনা প্রদান ক‌রেন টাঙ্গাইল জেলা শিক্ষা অফিস। গত ১২ আগস্ট সকাল ১১টায় ধনবাড়ী উপ‌জেলা মাধ‌্যমিক শিক্ষা অ‌ফিসার মুহাম্মদ বাবুল হাছান বিদ‌্যালয় যান এবং তদন্ত ক‌রেন । কিন্তু দেখা যায় স্কুল কর্তৃপক্ষ তদন্তকে ভিন্নখা‌তে নেওয়ার চেষ্টা ক‌রে এবং  মাধ‌্যমিক শিক্ষা অ‌ফিসার মুহাম্মদ বাবুল হাছানকে নানা ভাবে তারা ভুয়া ,ভি‌ত্তিহীন মনগড়া তথ‌্য দি‌য়ে বিভ্রান্ত করার চেষ্টা ক‌রে ।

কিছু শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, মো. গোলাম রব্বানী স‌্যার যে দিন থেকে এই স্কুলে ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক হিসা‌বে দায়িত্ব নি‌য়ে‌ছেন, তারপর থেকেই অনিয়ম ও দুর্নীতির মাত্রা বেড়েই চলেছে। আর ক‌তিপয় শিক্ষক তার সাথে হাতে হাত মিলিয়ে চালিয়ে যাচ্ছে মনগড়া নিয়ম নীতি,দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজি।

তারা আরো ব‌লেন , গত এসএসসি পরীক্ষা ২০২৫ এর সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলে কেন্দ্র সচিব ছি‌লেন  গোলাম রব্বানী স‌্যার । তার নি‌র্দেশেই ধনবাড়ীর ভাইঘাট টেকনিক্যাল স্কুলের রাবেয়া জাহান নামের এক শিক্ষিকার পরিবর্তে হিমেল হোসেন নামের একজন শিক্ষককে পরীক্ষার হলে গার্ডের দায়িত্ব পালন করার জন‌্য দেওয়া হ‌য়ে‌ছিল । কেন্দ্র সচিব গোলাম রব্বানী স‌্যার এর দা‌য়ি‌ত্বে অব‌হেলা করার  কারণে শিক্ষক হিমেলকে ভুয়া শিক্ষক হিসা‌বে অভিযুক্ত হ‌য়ে ‌জেলহাজ‌তে যে‌তে হয় এবং মামলার আসামি হ‌তে হয় । পরবর্তীতে ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক কেন্দ্র সচিব গোলাম রব্বানী নি‌জের দায় এড়া‌তে নির্অপরাধ  ২জন শিক্ষক শামীম আহ‌মেদ ও নাজিমকে এই বিষয় নি‌য়ে কারণ দর্শা‌নোর নো‌টিশ ক‌রেন । তি‌নি মন চাইলেই তার কথার গড়‌মিল হ‌লেই শোকজ ক‌রেন ,বিদ‌্যাল‌য়ে প্রবেশ কর‌তে নি‌ষেধ ক‌রেন । সহকা‌রি শিক্ষক‌দের সা‌থে হাতাহা‌তি মারামা‌রি ক‌রে‌ছেন বেশ ক‌য়েকবার , ম‌হিলা শিক্ষিকা‌দের সা‌থে ক‌রেন অশোভন আচরণ। বিদ‌্যাল‌য়ের আয় ব‌্যায় এর হিসাব ঠিক মত দেন না ,দীর্ঘদিন ধরে নেই কোনো বিদ‌্যাল‌য় সাইটের বেতন । ধনবাড়ী‌র ক‌লেজপাড়ার মত জায়গায় রাতারা‌তি ক‌রে‌ছেন জ‌মি কিনে বহুতল ভবন এই টাকার উৎস কি? আমরা এমন দুর্নীতিবাজ, চাঁদাবাজ প্রধান শিক্ষকের দ্রুত অপসারণ চাই এবং সুষ্ঠু তদ‌ন্ত্বের মাধ‌্যমে তার সকল অবক‌র্মের বিচার চাই ।

কম্পিউটার ল্যাব অপারেটর শহিদুল ইসলাম এর কা‌ছে চাঁদা চাওয়ার বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গোলাম রব্বানীর কাছে জানতে চাইলে তিনি জানান, এ বি‌ষয়ে মে‌নে‌জিং ক‌মি‌টির সদস‌্যরা বল‌তে পার‌বে।

এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ বাবুল হাছান  জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ আরো ৩ জন শিক্ষ‌কের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে। তদন্ত সা‌পেক্ষ  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ