নীলফামারী প্রতিনিধি: সড়ক পরিবহন মালিক গ্রুপ নীলফামারী জেলার কোষাধ্যক্ষ মো. আবু তাহের কর্তৃক নীলফামারী বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় সৈয়দপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগস্ট বুধবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ব্যানারে এই প্রতিবাদ সভা করেছে শ্রমিকরা।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম। সভায় আরও বক্তব্য রাখেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ আলী, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, কোষাধ্যক্ষ মনছুর আলী ইমাদি, সড়ক সম্পাদক (অভ্যন্তরীণ) মো. স্বপনসহ অন্য অন্য নেতারা।
এসময় নেতারা বক্তব্যে বলেন, সড়ক পরিবহন মালিক গ্রুপ নীলফামারী জেলার কোষাধ্যক্ষ মো. আবু তাহের কর্তৃক শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। ২৪ ঘণ্টার মধ্যে যদি এই ভিত্তিহীন ও মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয় তবে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন আন্দোলনসহ কঠোর কর্মসূচি গ্রহণ করবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available