স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী মামলায় প্রথম চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চার্জশিটে ফ্যাসিস্ট শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমানসহ মোট ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে দুইজন বর্তমানে কারাগারে রয়েছেন।
মঙ্গলবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. আলমগীর হোসাইন চার্জশিট দাখিল করেন।
এর আগে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত আব্দুল লতিফ হত্যা মামলায় তার বাবা মো. নেজাবুদ্দিন সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছিলেন। মামলায় ১২ জনকে আসামি করা হয়।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, নাসিকের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, আশরাফ, ইয়াসিন আরাফাত রাসেল, আবু বকর সিদ্দিক, সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল ও ওমর ফারুক।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২৪ সালের ২১ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ছাত্র-জনতার উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আব্দুল লতিফ নিহত হন। পরে নিহতের বাবা ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, মামলাটি তদন্তের জন্য পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ তদন্ত শেষে মোট ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। বুধবার চার্জশিটটি ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থাপন করা হয়েছে । মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ২৪ সেপ্টেম্বর। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, আসামিদের মধ্যে দুইজন গ্রেফতার রয়েছেন এবং বাকি সবাই পলাতক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available