বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে জোরপূর্বক দখল করে নেওয়া ক্রয়কৃত জমি, বসত ভিটা ফিরে পেতে ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
১৯ আগস্ট মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শামসুর রহমান ও তার স্ত্রী শাহানাজ বেগম।
সংবাদ সম্মেলনে সাবেক সহকারী সমাজসেবা কর্মকর্তা শামসুর রহমান বলেন, বকশীগঞ্জ পৌর শহরের পাখিমারা সর্দার পাড়া এলাকায় রাজেন্দ্রগঞ্জ মৌজায় সাড়ে ৫ শতাংশ জমি গাজী রহমানের নামে জমি মালিকের কাছে ২০১৬ সালে আমি ক্রয় করি এবং সেই জমিতে বসত ঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছি। আমার ক্রয়কৃত জমি আমার নামে নামজারী, খাজনা ও পৌরকর পরিশোধ করে আসছি।
তিনি বলেন, এরই মধ্যে আমার স্ত্রী শাহানাজ বেগমের ক্যান্সারে আক্রান্ত হলে আমি তার চিকিৎসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আমার স্ত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে রাজশাহীতে চিকিৎসার জন্য যাই। এই সুযোগে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের রাতে আমার ক্রয়কৃত নিজ দখলীয় বসত ভিটা রাতের আঁধারে দখল করে নেয় আবদুর রহমানের তিন ছেলে মতিউর রহমান , তার ভাই আনোয়ার হোসেন ও আশরাফুল ইসলাম।
শামসুর রহমান বলেন, দখলের খবর পেয়ে আমি দ্রুত বাড়ি ফিরলে আমাকে আমার বাড়ি থেকে জোর করে বের করে দেয় এবং হত্যার হুমকি দেয়। এমনকি আমার বাড়ির ভাড়াটিয়াদেরও বাড়ি থেকে বের করে দেয় তারা। বর্তমানে আমি পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি।
তিনি আরও বলেন, তাই আমি প্রশাসনের কাছে আমার ক্রয়কৃত দখল হওয়া ফিরে পেতে সহযোগিতা কামনা করছি এবং আমার পরিবারের জীবনের নিরাপত্তা প্রদানের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে তার স্ত্রী শাহানাজ বেগম ও স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available