ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার মেডিকেল রোডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি ফার্মেসিকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৯ আগস্ট মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়, ড্রাগ লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনা এবং অন্যান্য অনিয়মের প্রমাণ মেলে। এ কারণে সংশ্লিষ্ট ৫টি ফার্মেসিকে ৪৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম ও নাজিরহাট পৌরসভার একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available