• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৪ঠা ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:৪৩:০৬ (19-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আড়াইহাজারে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ২০

১৯ আগস্ট ২০২৫ বিকাল ০৩:০৮:৫০

সংবাদ ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন টেঁটা বিদ্ধসহ প্রায় ২০ জন গুরুতর আহত হয়েছে।

১৯ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে কয়েকটি বাড়ি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বাহেরচর ও কাকাইলমোড়া গ্রামবাসীর মধ্যে মামলা মোকদ্দমা, গ্রাম্য দলাদলি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। ওই দ্বন্দ্বের সূত্র ধরে শুক্রবার বিকেলে বিএনপি ইউনিয়ন সভাপতি বেলায়েত হোসেন এবং সেক্রেটারি জাকারিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতি হয়। এ নিয়ে গত তিনদিন ধরে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।

ঘটনার সময় খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন এর অনুসারী কাকাইলমোড়া এলাকার ইদ্রিস আলী এবং সাধারণ সম্পাদক বাহেরচর এলাকার জাকারিয়ার লোকজন  টেঁটা বল্লম, লাঠিসোঁটা এবং অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাপিয়ে পড়ে। ফলে এ ঘটনায় ৫ জন টেটাবিদ্ধসহ প্রায় ২০ জন রক্তাক্ত আহত হয়।

আহতদের মধ্যে ৮ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদেরকে আড়াইহাজার ও সোনারগাঁয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা ও চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় জাকারিয়ার পক্ষ নেন ওলামা লীগের ইউনিয়ন সভাপতি তোফাজ্জল হোসেন এবং ইদ্রিস আলীর পক্ষ নেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন। টেটাবিদ্ধরা হচ্ছেন মকবুল, মঞ্জুর, জসিমসহ ৫ জন। আহত অন্যরা হচ্ছেন, ফরহাদ, মনির, ফজি, শামীম, সাইদুল, সোহাগ, ডালিম, রনি, মীম প্রমুখ।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া জানান, ইদ্রিস আলী আওয়ামী লীগের লোক নিয়ে আমাদের উপর হামলা করলে আমরা প্রতিহত করি। অপর দিকে ইদ্রিস আলী জানান, জাকারিয়া আওয়ামী লীগের লোকজন নিয়ে আমাদের উপর হামলা করে। তিনি তার পক্ষের লোকজনের ১০টি বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে বলে জানান। 

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
দৌলতখানে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
১৯ আগস্ট ২০২৫ বিকাল ০৫:০৪:২৮







সংবাদ ছবি
কালিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
১৯ আগস্ট ২০২৫ বিকাল ০৩:০২:৪৭