বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপি কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন আগামীকাল ১৯ আগস্ট। দীর্ঘ ১৮ বছর পর সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ কে পাচ্ছেন তা নিয়ে চলছে গুঞ্জন।
পদপ্রত্যাশী নেতারা দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত যোগাযোগ রাখছেন, ফেসবুকসহ নানা মাধ্যমে প্রচার চালাচ্ছেন। নির্বাচনী উৎসবের আমেজ তৈরি হয়েছে এ সম্মেলন ঘিরে।
দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ৫৬৮ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচন করা হবে। এ উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল ১৯ আগস্ট ফকিরহাট উপজেলা বিএনপির সম্মেলন ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সম্মেলনের ঘোষণার পর থেকেই সরব হয়েছেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।
একজন সভাপতি, একজন সাধারণ সম্পাদক ও দুইজন সাংগঠনিক সম্পাদক অর্থাৎ তিনটি পদে মোট চারজন নির্বাচিত হবেন। এই পদগুলোর বিপরীতে ২টি প্যানেলে মোট ৮ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।
গোরা-কারিম প্যানেল হিসেবে পরিচিত পদ প্রত্যাশীরা হলেন, সভাপতি পদে শেখ কামরুল ইসলাম গোরা ছাতা প্রতীক, সাধারণ সম্পাদক পদে শেখ শরিফুল কামাল কারিম কলস প্রতীক, সাংগঠনিক সম্পাদক পদে খান লিয়াকত আলী মাছ প্রতীক ও নোমান আলী মেহেদী গোলাপ ফুল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
অপরদিকে কামরুজ্জামান-পলাশ প্যানেল হিসেবে পরিচতি পদ প্রত্যাশীরা হলেন সভাপতি পদে মো. কামরুজ্জামান আনারস প্রতীক, সাধারণ সম্পাদক পদে ইফতেখার আহমেদ পলাশ ফুটবল প্রতীক, সাংগঠনিক সম্পাদক পদে মুশফিকুজ্জামান রিপন আম প্রতীক ও আলমগীর কবির সাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জানান, বিএনপি একটি বড় দল। এখানে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা আছে এবং থাকবে। তবে কাউন্সিলরদের ভোটে যারাই নির্বাচিত হবেন, দলীয় নিয়ম অনুযায়ী তাকে সকলে সহযোগিতা করবেন। দিন শেষে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে সবাই একযোগে কাজ করবেন বলে জানান। সম্মেলন ঘিরে পদ প্রত্যাশী প্যানেল দুটির মধ্যে উত্তেজনা থাকলেও সংঘাতের আশঙ্কা নেই, বরং এ সম্মেলনকে ঘিরেই নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানান পদপ্রার্থীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available