পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে রাতের আধারে দুই বাসায় ডাকাতি করে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে পালানোর সময় ডাকাত দলের ২ সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করে।
২৪ আগস্ট রোববার ভোর রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আটক ২ ডাকাতকে পুলিশ হেফাজতে নিয়ে বাউফল সদর হাসপাতালে চিকিৎসা দেয়ার জন্য নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করে।
এ ব্যপারে স্থানীয় জনসাধারণ জানান, উপজেলার কাশিপুর এলাকার বাসিন্দা খলিল হাওলাদার ও আজাহার জোমাদ্দারের বসতঘড়ে গভীর রাতে হানা দেয় একদল ডাকাত। প্রথমে বাসার লোকজনকে মারধর করে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে তারা। তবে এক প্রতিবেশী ঘটনা বুঝতে পেরে খলিল হাওলাদারের আত্মীয় জুলহাসকে মুঠোফোনে খবর দেন।
পরে স্থানীয়রা একত্রিত হয়ে ডাকচিৎকার এর মাধ্যমে ধাওয়া করে ডাকাত দলকে। এসময় ডাকাত দলের ২ জনকে আটক করে ঘটনাস্থলেই। কিন্তু দলের অন্য সদস্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় জনতার হাতে আটককৃত ২ ডাকাত গণপিটুনির শিকার হয়।
নিহত ডাকাত সদস্য হলো বাউফল উপজেলার কনকদিয়া গ্রামের বাসিন্দা মো. ফারুক মোল্লার ছেলে মো. উজ্জল মোল্লা (৩২)। অপর আহত ডাকাত সদস্য মির্জাগঞ্জ উপজেলার আন্দুয়া গ্রামের বাসিন্দা মো. ছত্তার জোমাদ্দার এর ছেলে মো. রাজিব হোসেন (৩০)।
এ বিষয়ে বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, ডাকাতির অভিযোগে আটক দু'জনকে স্থানীয় লোকজন গণপিটুনি দেয়। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। হাসপাতালে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available