• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩২ রাত ০২:৩১:১৫ (15-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

দেবিদ্বারে ঘোড়া প্রতীকের দুই কর্মীকে পিস্তল ঠেকিয়ে মারধরের অভিযোগ

১৯ মে ২০২৪ সকাল ১০:৫৫:২৬

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুণাইঘর উত্তর ইউনিয়নে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহিদা আক্তারের মতবিনিময় সভায় যাওয়ার সময় প্রতিপক্ষরা দুই কর্মীকে পিস্তল ঠেকিয়ে রড দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে।

১৭ মে শুক্রবার রাতে ইউনিয়নের বনকুট এলাকায় এ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, দেবিদ্বার উপজেলার গুণাইঘর উত্তর ইউনিয়নের ছেপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে মো. দুলাল মিয়া (৩৫) ও একই গ্রামের আব্দুল আলীমের ছেলে মো. আজিজ (৩০)। আহতদের দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

এ ঘটনায় বাদী হয়ে দুলাল মিয়া ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তারা হলেন, গুনাইঘর এলাকার মৃত ইসমাইলের ছেলে মাকবুল হোসেন (8৮), মৃত ফরিদ উদ্দিনের ছেলে মো. রাসেল (৪২), মৃত লতিফ সরকারের ছেলে গাজী আসিফ বিন লতিফ (২৮), গজারিয়া এলাকার সফর আলীর ছেলে মো. কাউসার মেম্বার (৩৬), বাকসার পাঠান বাড়ির মো. শাহানুর (৩০), মৃত সিদ্দিকুর রহমানের ছেলে শফিউল্লাহ (৪৫)।

আহত দুলাল মিয়া ও মো. আজিজ জানান, ‘আমরা উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের কর্মী ও সমর্থক ৷ সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল মহোদয়ের বাড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহিদা আক্তারের মতবিনিময় সভায় যাওয়ার পথে আসামিরা পিস্তল, ছুরি, রামদা, রড ও লাঠিসোঁটা আমাদের উপর আক্রমণ করে। তারা পথরোধ করে আমাদের মাথায় পিস্তল ঠেকিয়ে মতবিনিময় সভায় যেতে নিষেধ করে। আমরা তাদের কথা শুনব না বলাতে তারা এলোপাথারীভাবে কিল, ঘুষি ও লাথি মেরে আমাদের আহত করে। আমাদের গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তারা মারধর করে আমাদের সঙ্গে থাকা নগদ সাড়ে ৩ হাজার টাকা নিয়ে যায় এবং পরনের কাপড় চোপড় ছিড়ে ফেলে।’

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া জানান, এ ঘটনায় দুই পক্ষ দুটি অভিযোগ করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ২৯ মে দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে মূল দুই প্রতিদ্বন্দ্বী হলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের স্ত্রী শাহিদা আক্তার ও স্থানীয় এমপি আবুল কালাম আজাদের ছোট ভাই মামুন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
দেশের জনগণ নতুন শাসক দেখতে চাই: গোলাম পরোয়ার
১৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:২৯:২৮


সংবাদ ছবি
রাতের আঁধারে সক্রিয় বুটেক্সে মাদক নেটওয়ার্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৫৮:৪১


সংবাদ ছবি
নারায়ণগঞ্জে ৮ মাসে ৮৫ খুন
১৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৩৫:০০




সংবাদ ছবি
আইসিসিএলে একটি ইভেন্ট বুকিং করলে অন্যটি ফ্রি!
১৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:০০

সংবাদ ছবি
সেনবাগে ৬ সন্তানের জন্ম দিয়ে এক প্রসূতি
১৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৩১