• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩২ রাত ০২:৪৭:২৪ (15-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবীনগরে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-লুটপাট: গ্রেফতার ১

২৩ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৩৭:৪৮

সংবাদ ছবি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

২৩ জুলাই রোববার সকালে উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ি তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠায় পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ও বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসের বাড়িতে গত ২০ জুলাই দুপুরে প্রতিবেশী আবুল হোসেনের নেতৃত্বে সশস্ত্র লোকজন হামলা ও লুটপাট চালায়। সেসময় হামলাকারীরা বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরে এ বিষয়ে আবদুল কুদ্দুস চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দেন।

তবে অভিযুক্ত আবুল হোসেন বলেন, যে বাড়িতে ভাঙচুর হয়েছে, সেই বাড়ির জায়গার মালিক আমি। কুদ্দুস আমার জায়গায় জোর করে রাতের আঁধারে দেয়াল নির্মাণ করে ঘর তোলার চেষ্টা করেছিল। তাই আমি সেগুলো ভাঙচুর করে ফেলে দিয়েছি।

লুটপাটের অভিযোগ অস্বীকার করে তিনি আরও জানান, ওই জায়গা নিয়ে আদালতে দু’পক্ষেরই মামলা চলমান আছে।

নবীনগর থানার ওসি মাহাবুব আলম বলেন, বীর মুক্তিযোদ্ধার অভিযোগটি শনিবার রাতে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলার প্রধান আসামির ছেলে এজাহারভুক্ত মেরাজুলকে সকালে বাড়ি থেকে গ্রেফতারের পর দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
দেশের জনগণ নতুন শাসক দেখতে চাই: গোলাম পরোয়ার
১৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:২৯:২৮


সংবাদ ছবি
রাতের আঁধারে সক্রিয় বুটেক্সে মাদক নেটওয়ার্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৫৮:৪১


সংবাদ ছবি
নারায়ণগঞ্জে ৮ মাসে ৮৫ খুন
১৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৩৫:০০




সংবাদ ছবি
আইসিসিএলে একটি ইভেন্ট বুকিং করলে অন্যটি ফ্রি!
১৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:০০

সংবাদ ছবি
সেনবাগে ৬ সন্তানের জন্ম দিয়ে এক প্রসূতি
১৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৩১