• ঢাকা
  • |
  • শুক্রবার ২রা কার্তিক ১৪৩২ রাত ০৮:৩৫:৫৬ (17-Oct-2025)
  • - ৩৩° সে:

আওয়ামী লীগকে পুনর্বাসন করে বিএনপির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত: রহমাতুল্লাহ

১৭ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:১৬

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বিশেষ মহল আওয়ামী লীগকে পুনর্বাসন করে বিএনপির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

১৭ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর ৩০নং ওয়ার্ডে আয়োজিত সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে ও বিকেলে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরকরনজি হাই-স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

Ad
Ad

রহমাতুল্লাহ বলেন, একটি মহল আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের ফায়দা হাসিলের লক্ষ্যে স্থানীয় পর্যায়ের অনেক আওয়ামী লীগ নেতা কর্মীকে নিজেদের দলে একদিকে পুনর্বাসিত করছে অপরদিকে বিএনপির বিরুদ্ধে নানান অপ-প্রচার ও মিথ্যা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ওই মহলটি আগামী নির্বাচনে ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত হয়েছে। এরা বিভিন্ন লেবাসে ও বিভিন্ন পদ্ধতিতে গ্রামে-গঞ্জে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত রয়েছে।  

Ad

সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও যুব-সমাজের খেলাধুলা প্রসঙ্গে তিনি আরও বলেন, বিগত সরকার স্বাস্থ্যখাতকে লুটেপুটে খেয়েছে। হাসপাতালে সরঞ্জামাদি না কিনে বিল তুলে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে স্বৈরাচারের দোসররা। ক্রীড়াঙ্গনকেও দলীয়করণে ছাড় দেয়নি তারা।  

রহমাতুল্লাহ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে আগামী দিনের রাষ্ট্র গঠন করতে পারলে স্বাস্থ্যখাত ও ক্রীড়াঙ্গনকে দলীয়করণ-দুর্নীতিমুক্ত করে সাধারণ মানুষের উপযোগী করে ঢেলে সাজানো হবে। যার সুফল দেশের সকল মানুষ ও যুব-সমাজ প্রত্যক্ষভাবে ভোগ করবে। 

এসময় তিনি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে সকলের কাছে ভোটের আহ্বান জানান।    

পৃথক কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর কর্মজীবী দলের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন কর্মজীবী দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম হাবিবুর রহমান, কর্মজীবী দল জেলা উত্তরের সভাপতি নাজমুল হুদা তালুকদার, জেলা দক্ষিণের সাদাম হোসেন ও ৩০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে।

এছাড়া ক্রীড়া প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়নের বিএনপি’র সাবেক আহ্বায়ক মামুন সরদার গনী, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত তালুকদার, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বিপ্লব হাওলাদার ও বিশিষ্ট সমাজসেবক কবির হাওলাদার প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সংবাদ ছবি
নেছারাবাদে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
১৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩০:৫১

সংবাদ ছবি
জুলাই সনদে স্বাক্ষর করেনি যে সব দল
১৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:২১:০০


Follow Us