আন্তর্জাতিক ডেস্ক: ভারতকে পশ্চিমের নদীগুলোর পানি পাকিস্তানের অবাধ ব্যবহারের জন্য প্রবাহিত রাখতে হবে বলে রায় দিয়েছেন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিশ আদালত (পিসিএ)। ১১ আগস্ট সোমবার এ রায় ঘোষণার পর পাকিস্তান একে স্বাগত জানিয়েছে। খবর আনাদোলুর।
আদালত আরও বলেছেন, ভারতের নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো চুক্তির নির্ধারিত শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে; ভারতের নিজস্ব আদর্শ পদ্ধতির ভিত্তিতে নয়। চুক্তির মূল নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো স্থাপনাও (জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য বাঁধ বা এ জাতীয় স্থাপনা) সিন্ধু নদ কিংবা সিন্ধুর সঙ্গে সম্পর্কিত কোনো নদনদীতে স্থাপন করা যাবে না।
সিন্ধু পানিবণ্টন চুক্তির মূল শর্ত হলো, সিন্ধু অববাহিকার পশ্চিমাঞ্চলীয় তিন নদী, যেগুলো পাকিস্তানের ভূখণ্ডে পড়েছে, সেগুলোতে পানির প্রবাহ বাধামুক্ত রাখবে ভারত। পিসিএ ভারতকে চুক্তির মূল শর্তে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চলতি বছরের ৮ আগস্ট ঘোষিত ও মঙ্গলবার পিসিএর ওয়েবসাইটে প্রকাশিত সিন্ধু পানিচুক্তি (আইডব্লিউটি) সংক্রান্ত সাধারণ ব্যাখ্যার বিষয়ে আদালতের রায়কে পাকিস্তান স্বাগত জানায়। তবে এই রায়ের পর ভারত এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে, চলতি বছরের এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পেহেলগামে এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে দায়ী করে এবং সিন্ধু পানিচুক্তি স্থগিত করে। পাকিস্তান অভিযোগ প্রত্যাখ্যান করে সতর্ক করে জানায়, তাদের পানির অংশ বন্ধ করার যে কোনো পদক্ষেপ যুদ্ধ ঘোষণার সমান হবে।
ভারতকে সতর্ক করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, ভারত যদি সিন্ধু নদীর পানিচুক্তি অব্যাহতভাবে বন্ধ করে রাখে, তাহলে যুদ্ধে যাওয়া ছাড়া পাকিস্তানের সামনে কোনো বিকল্প থাকবে না।
ডিডব্লিউ উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে বিলাওয়াল বলেন, পানি আমাদের জীবনের স্রোতধারা। এটি আমাদের অধিকার, ন্যায্য অংশ। ভারত যদি একতরফাভাবে পানি বন্ধ করে, তাহলে সেটা আমাদের অস্তিত্বের ওপর সরাসরি আঘাত। আমরা আমাদের অধিকার ছেড়ে দেব না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available