• ঢাকা
  • |
  • শনিবার ১লা ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৫:৪৯ (16-Aug-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

রাশিয়ার গোলাবারুদ তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

১৬ আগস্ট ২০২৫ বিকাল ০৪:৫৬:২৩

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার মস্কোর বাইরে রিয়াজান অঞ্চলে একটি গোলাবারুদ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

১৬ আগস্ট শনিবার রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। 

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১৩০ জন আহত হয়েছেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে ধ্বংসস্তূপ ও কারখানার ভবনের ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।

দুর্ঘটনাকবলিত কারখানাটিতে গানপাউডার ও গোলাবারুদ তৈরি হয়। এর আগে, ২০২১ সালেও একই কারখানায় বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে মর্মান্তিক এ ঘটনায় রিয়াজান অঞ্চলের স্থানীয় প্রশাসন এক দিনের শোক ঘোষণা করেছে। আঞ্চলিক গভর্নর পাভেল মালকভ টেলিগ্রামে জানিয়েছেন, পুরো অঞ্চলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এদিন।

রাশিয়ায় অবশ্য এ ধরনের শিল্প দুর্ঘটনা নতুন নয়, প্রায়ই দেশটিতে প্রাণঘাতী কারখানা বিস্ফোরণের ঘটনা ঘটে থাকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রানীনগর ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
১৬ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৩১:০৪



সংবাদ ছবি
৩ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা
১৬ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:১১:৪৬