নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ ও উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দের সাথে জরুরি মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট শনিবার বিকেলে নীলফামারী বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের জেলা কার্যালয় সৈয়দপুর অফিসে এ জরুরি সভা ২০২৫-অনুষ্ঠিত হয়।
নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ বাস ট্রাক অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান মো. কফিল উদ্দিন।
প্রধান বক্তা ছিলেন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির আহ্বায়ক ও বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হামিদ মিঠুল।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে ঢাকা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্বাস উদ্দিন, মো. জোবায়ের জাকির, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের আইন উপদেষ্টা অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী (পিপি)।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্দেশ্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ফেডারেশনের মাধ্যমে তাদের অধিকার আদায়ে যে কোনো সংগ্রামে প্রস্তুত থাকার পরামর্শ দেন আগামী দিনে সকল শ্রমিক দের একে অপরের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে পথচলার জন্য অনুরোধ করে তাদের বক্তব্য শেষ করেন।
এসময় উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির বেসিক ট্রেড ইউনিয়নের সকল জেলার নেতৃবৃন্দ জরুরি মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available