• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে শ্রাবণ ১৪৩২ সকাল ০৮:১৯:০০ (14-Aug-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ভারতের মেঘালয়ের বাংলাদেশিকে পিটিয়ে হত্যা!

১৩ আগস্ট ২০২৫ বিকাল ০৩:২৪:৫৫

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় এক বাংলাদেশি যুবককে স্থানীয়রা পিটিয়ে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

১১ আগস্ট সোমবার বিকেলের দিকে কৈথা কোণা গ্রামে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ১২ আগস্ট মঙ্গলবার জেলা পুলিশের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (পিটিআই)।

নিহত ব্যক্তির নাম আকরাম (৩৭)। সে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিন পাগলার ছেলে।

ভারতীয় পুলিশের বরাত দিয়ে পিটিআই জানায়, সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ ও অপহরণের চেষ্টার অভিযোগে স্থানীয়রা আকরামকে আটক করে পিটিয়ে মারাত্মকভাবে আহত অবস্থায় পুলিশে দেয়। সেখান থেকে মহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাংশা ইউনিয়নের ইউপি সদস্য মুসা মিয়া ইনকিলাবকে বলেন, আকরামের মৃত্যুর খবর পেয়ে তার আত্মীয়-স্বজন মরদেহ দেশে আনার জন্য স্থানীয় বিজিবির সঙ্গে যোগাযোগ করছেন।

নিহতের বড় ভাই শেখ ফরিদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আকরামের মৃত্যুর খবর জানতে পাই। তবে কীভাবে সে ভারতে গেল। না গেল তা কিছুই জানি না। মরদেহ আনার জন্য আমরা বিজিবির সঙ্গে আলোচনা করে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ময়মনসিংহের ৩৯ বিজিবির নকশী বিওপির সুবেদার আব্দুল লতিফ দৈনিক ইনকিলাবকে বলেন, ঘটনার বিষয়ে ভারতের বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
১৩ আগস্ট ২০২৫ রাত ০৯:০২:৪৭