অনলাইন ডেস্ক: ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশির মরদেহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তাদের মরদেহ আনা হয়েছে।
১৮ অক্টোবর শনিবার রাত সাড়ে ৮টায় ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, ওমান থেকে সড়ক দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশির মরদেহ শাহ আমানতে পৌঁছেছে। নিহতদের সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। রাতেই মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।
এদিকে শাহ আমানতে মরদেহ গ্রহণ করতে সন্দ্বীপ থেকে ছুটে এসেছেন নিহতদের স্বজনরা। সন্দ্বীপের নিহত সাত প্রবাসী হলেন, আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন, মো. বাবলু, জুয়েল ও মো. রনি।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় ওমানের দুখুম সিদ্দা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়। এর মধ্যে সাতজনের বাড়ি সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নসহ বিভিন্ন গ্রামে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available