• ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা কার্তিক ১৪৩২ দুপুর ০১:৩৫:০৩ (19-Oct-2025)
  • - ৩৩° সে:

হাবিপ্রবিতে সম্পন্ন হলো দুইদিনব্যাপী ফার্স্ট এইড ট্রেনিং

১৯ অক্টোবর ২০২৫ সকাল ১১:০৯:১৫

সংবাদ ছবি

হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সফলভাবে সম্পন্ন হয়েছে দুইদিনব্যাপী ফার্স্ট এইড ট্রেনিং কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্ট টিম (Bangladesh Red Crescent Society, HSTU Team ) এর আয়োজনে এবং দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সহযোগীতায় এই প্রশিক্ষণ কর্মসূচি গত ১৭ ও ১৮ অক্টোবর অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে মোট ৬০ জন সদস্য অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রাথমিক চিকিৎসা, দুর্ঘটনার সময় করণীয়, আহত ব্যক্তিকে নিরাপদে স্থানান্তর, রক্তপাত নিয়ন্ত্রণসহ জরুরি অবস্থায় জীবনরক্ষাকারী বিভিন্ন কৌশল সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

Ad
Ad

কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মো. মেহেদী হাসান এবং বিশাল। তারা ফার্স্ট এইড বিষয়ক বাস্তব অভিজ্ঞতা ও ব্যবহারিক দিক তুলে ধরেন। তাদের তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীরা মাঠপর্যায়ে অনুশীলনের সুযোগ পান।

Ad

হাবিপ্রবি যুব রেড ক্রিসেন্ট দলের প্রধান দলনেতা রাহাতুল গনি জানান, এই ট্রেনিংয়ের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান প্রশিক্ষণার্থীরা শুধু তাদের ব্যক্তিগত জীবনে নয়, যেকোনো পারিপার্শ্বিক দুর্ঘটনায় তারা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিয়ে অন্যের জীবন বাঁচাতে পরোক্ষভাবে ভূমিকা রাখবে।

হাবিপ্রবি রেড ক্রিসেন্ট টিমের সদস্যরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা ফার্স্ট এইড বিষয়ে সচেতনতা ও দক্ষতা অর্জন করে যেকোনো দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা প্রদানে সক্ষম হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
রোগীদের জন্য রক্ত সংগ্রহই তার কাজ
১৯ অক্টোবর ২০২৫ সকাল ১১:৪৮:১৭





Follow Us