• ঢাকা
  • |
  • রবিবার ২রা ভাদ্র ১৪৩২ সকাল ০৯:১৯:১৩ (17-Aug-2025)
  • - ৩৩° সে:

মানুষ মানুষের জন্য

শেরপুরে ক্যান্সার আক্রান্ত রোগীকে সমাজকল্যাণ সংস্থার আর্থিক সহায়তা প্রদান

২৪ জুলাই ২০২৫ সকাল ১০:০০:১৩

সংবাদ ছবি

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার ‘বেতমারী সমাজ কল্যাণ সংস্থা’ (বি.এস.ডব্লিউ)-এর পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত রোগীকে চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ প্রদান করা হয়েছে। ২৩ জুলাই বুধবার বেতমারী বাজারস্থ সংস্থাটির অস্থায়ী কার্যালয়ে বেতমারী মধ্যপাড়া এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে ক্যান্সার আক্রান্ত রোগী মো. এমরানের হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এসময় সংস্থাটির সাধারণ সম্পাদক মো. হাসিব আহমেদ, সহ-সাধারণ সম্পাদক জুলফিকার আহমেদ, সহ-কোষাধ্যক্ষ মো. আকাশ আহমেদ বাদল, সদস্য  হামিদুর রহমান ও আব্দুর রফিক, ক্যান্সার আক্রান্ত রোগী মো. এমরান ও তার পরিবারের সদস্যসহ সংস্থাটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংস্থাটির সাধারণ সম্পাদক মো. হাসিব আহমেদ বলেন, ‘সামাজিক উন্নয়ন আমাদের অঙ্গীকার’ এই শ্লোগানকে ধারণ করে ২০১৭ সালে সমাজ, রাষ্ট্র ও জনগণের সার্বিক উন্নয়নে অংশীদার হওয়ার লক্ষ্যে ‘বেতমারী সমাজ কল্যাণ সংস্থা’ নামে আমরা অলাভজনক অরাজনৈতিক সামাজ সেবামূলক একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করি। এরপর থেকে এই সংস্থার পক্ষ থেকে অসহায় দুঃস্থ দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা ও বৃত্তি প্রদান, চাহিদা অনুযায়ী নিম্নবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের বিবাহে সহায়তা প্রদান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অসচ্ছল দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান, প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সহায়তার লক্ষ্যে মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সহায়তা প্রদানসহ সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছি।’

সহ-কোষাধ্যক্ষ মো. আকাশ আহমেদ বাদল জানান, সমাজ উন্নয়নমূলক সকল কাজে এলাকাবাসীর সমর্থন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছে। সবার সার্বিক পরামর্শ ও সহযোগিতা পেলে তাদের কার্যক্রমের পরিমাণ ও পরিধি বৃদ্ধি করা হবে বলেও তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
মোস্তফা সরয়ার ফারুকী এখন শঙ্কামুক্ত
১৭ আগস্ট ২০২৫ সকাল ০৮:২৫:০৮