নিজস্ব প্রতিবেদক: এক আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) অনুষ্ঠিত হল কেমব্রিজ ইংলিশের সার্টিফিকেট অ্যাওয়ার্ড সেরিমনি ২০২৫। ১৬ আগস্ট শনিবার কেমব্রিজ ইংলিশ ও এডুক্যান ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৮৮ জন শিক্ষার্থীর মাঝে কেমব্রিজ ইংলিশ কর্তৃক প্রদত্ত ইংরেজি ভাষা দক্ষতা অর্জনের আন্তর্জাতিক স্বীকৃত সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ ফারহাত আনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সামস ডিরেক্টর ম্যাক্সিম রেইম্যান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের কান্ট্রি লিড সারওয়াত রেজা, ব্রিটিশ হাই কমিশন ঢাকার ট্রেড এন্ড ইনভেস্টমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক সাইয়াব আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব মো. খুরশিদ ইকবাল রিজভী এবং বাংলাদেশের কেমব্রিজ ইংলিশের পরীক্ষা কেন্দ্র এডুক্যান ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক শাহীন রেজা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডুক্যান ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক শাহীন রেজা। এডুক্যান ইন্টারন্যাশনাল ও কেমব্রিজ ইংলিশ বাংলাদেশের শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের লক্ষ্যে একযোগে কাজ করছে, বলে তিনি জানান। শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, একবিংশ শতাব্দীতে গ্লোবাল সিটিজেন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে ইংরেজি ভাষায় দক্ষতার কোনো বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন এডুক্যান এর সহযোগীতায় বাংলাদেশের শিক্ষার্থীরা যথাযথ ভাষাগত দক্ষতা এবং একাডেমিক উৎকর্ষতা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে।
বর্তমানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এডুক্যান-এর সহযোগীতায় কেমব্রিজ ইংলিশ কারিকুলাম চালু রয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা বয়সভিত্তিক ধাপে ধাপে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করছে। উল্লেখ্য, কেমব্রিজ ইংলিশ কারিকুলামটি এমন একটি পাঠক্রম, যার মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজী দক্ষতা আন্তর্জাতিক মানদণ্ডে মূল্যায়িত হয় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কেমব্রিজ ইংলিশ কর্তৃক সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, বর্তমান প্রতিযোগিতামুলক বিশ্বে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে শিক্ষার্থীদের ইংরেজি শেখার কোনো বিকল্প নেই। তিনি উল্লেখ করেন- উচ্চশিক্ষায়, গবেষনায়, দেশে ও বিদেশে বিভিন্ন চাকরিসহ সবক্ষেত্রেই ইংরেজির গুরুত্ব অপরিসীম। তিনি এডুক্যান এর কার্যক্রম সারাদেশব্যাপী সম্প্রসারনের জন্য আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ম্যাক্সিম রেইম্যান বলেন, ব্রিটিশ কাউন্সিল বিশ্বব্যাপী ইংরেজি ভাষার প্রচার ও প্রসারে কাজ করে আসছে। বাংলাদেশেও ইংরেজী শিক্ষার উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে তারা কাজ করে থাকে। তিনি এডুক্যান এর এই উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিল তাদের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দে্ন।
ড. ডেভিড ডাউল্যান্ড তার বক্তব্যে বলেন, প্রযুক্তিগত উন্নয়নের কারনে ইংরেজী শিক্ষার গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন এডুক্যান ও কেমব্রিজ ইংলিশ এর এই উদ্যোগ বাংলাদেশের শিক্ষার্থীদের ভবিষ্যতের উচ্চশিক্ষা এবং কর্মক্ষেত্রে সাফল্য অর্জনে ভুমিকা রাখবে।
জুলিয়েট উইলসন এক ভিডিও বার্তায় সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান।
সারওয়াত রেজা বলেন, বিশ্বের ১৩০ টি দেশে ২৮০০টি পরীক্ষা কেন্দ্র ও ৫০,০০০ প্রস্তুতি কেন্দ্রের মাধ্যমে কেমব্রিজ ইংলিশ প্রতি বছর ৫৫ লক্ষেরও বেশি শিক্ষার্থীকে যাচাই করে ইংরেজি ভাষা দক্ষতার বিভিন্ন রকমের সনদ প্রদান করে। ক্যামব্রিজ ইংলিশের এই দক্ষতা সনদ বিশ্বব্যাপী ২৫,০০০- এরও বেশি প্রতিষ্ঠান কর্তৃক ইংরেজি ভাষার দক্ষতার স্বীকৃত সনদ হিসেবে বিবেচিত হয়, যা শিক্ষার্থীদের জন্য একটি বড় অর্জন।
অনুষ্ঠানে ৬৮৮ শিক্ষার্থীর হাতে কেমব্রিজ ইংলিশ এর সনদ তুলে দেয়া হয়। এছাড়াও বিভিন্ন বিভাগে সেরা ১৫ জন শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
এডুক্যান ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক শাহীন রেজা উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available