স্পোর্টস ডেস্ক: নেইমার জুনিয়রের সময়টা যেন ক্রমেই ফুরিয়ে আসছে। গত কয়েক বছর চোটের কারণে কোন জায়গায় থিতু হতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা। ইউরোপ ঘুরে সৌদি হয়ে ফিরেছিলেন শৈশবের ক্লাব সান্তোসে। সেখানেই দেখা পেলেন ক্যারিয়ারের সবচেয়ে বাজে হারের। ম্যাচ শেষে আবেগ সামলাতে না পেরে মাঠে বসেই কাঁদতে শুরু করেন তিনি। সান্তোস তাদের প্রধান কোচকেও বরখাস্ত করেছে এই ম্যাচের পর।
১৮ আগস্ট সোমবার সকালে ব্রাজিলিয়ান সেরি আ-তে ভাস্কো দা গামা ৬-০ গোলে হারিয়েছে সান্তোসকে। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা সান্তোস দ্বিতীয়ার্ধে আরো ৫ গোল হজম করেছে।
ম্যাচটি ছিল দুই ব্রাজিলিয়ান তারকার লড়াই। ফিলিপে কুতিনিও ও নেইমার দুজনেই ইউরোপের বড় বড় ক্লাবে সোনালী সময় পার করে ব্রাজিলে ফিরেছেন চোটের ধাক্কায়। কুতিনিও ছিলেন ভাস্কো দা গামার অধিনায়ক এবং নেইমার সান্তোসের অধিনায়ক। তবে শেষ হাসিটা হেসেছেন কুতিনিও, ৬-০ গোলে জয়ের ম্যাচে তিনি জোড়া গোল করেন।
নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় হার এটি। খেলা শেষে তিনি এতটাই হতাশ ছিলেন যে আবেগে ভেঙে পড়েন। সেখানে সান্তোসের এক ব্যাকরুম স্টাফ এসে তাকে সান্ত্বনা দেন।
ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে আমি সম্পূর্ণভাবে হতাশ। সমর্থকদের প্রতিবাদ করার পুরো অধিকার আছে, তবে অবশ্যই সহিংসতা ছাড়া। কিন্তু তারা যদি গালি দেয় বা অপমান করে, তাও তাদের অধিকার আছে।’
নেইমার আরো বলেন, ‘এটা চরম লজ্জাজনক অনুভূতি। আমি জীবনে কখনও এরকম কিছু অনুভব করিনি। দুর্ভাগ্যবশত, এটা হয়ে গেছে। চোখে পানি ছিল রাগ থেকে, সব কিছু থেকে। দুর্ভাগ্যবশত, আমি সব দিক থেকে সাহায্য করতে পারি না। যাই হোক, এটা একদম বাজে ছিল, এটাই বাস্তবতা।’
এর আগে ২০১১ সালে সান্তোসে খেলার সময় বার্সেলোনার বিপক্ষে ক্লাব বিশ্বকাপের ম্যাচ ৪–০ গোলে হেরেছিলেন নেইমার। এছাড়া ২০১৭ সালে বার্সেলোনায় হয়ে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে একই ব্যবধানে হারেন তিনি। এতদিন এই দুটিই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্যবধানে হার ছিল।
ম্যাচজুড়ে কোণঠাসা হয়ে ছিল সান্তোস। প্রথমার্ধের ১৮ মিনিটে ভাস্কোর হয়ে গোল করেন লুকাস পিটন। এরপর দ্বিতীয়ার্ধে ডেভিড কোরেয়া, রায়ান ও দানিলো নেভেস ব্যবধান বা ড়ান। ৫৪ ও ৬২ মিনিটে দুটি গোল করেন কুতিনিও।
এই জয়ের ফলে ভাস্কো দা গামা অবনমন অঞ্চল থেকে উঠে এসেছে। তারা এখন সান্তোসের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে। ১৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বর অবস্থানে আছে কুতিনিওর ক্লাব। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে নেইমারের ক্লাব সান্তোস আছে ১৫ নম্বরে।
বিশাল ব্যবধানে হারের পর প্রধান কোচ ক্লেবার হাভিয়েরকে বরখাস্ত করেছে সান্তোসের ক্লাব কর্তৃপক্ষ। তারা এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা তার ভবিষ্যত ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাই।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available