• ঢাকা
  • |
  • সোমবার ৩রা ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৯:২৪ (18-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে নানা আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত

১৮ আগস্ট ২০২৫ বিকাল ০৫:১৮:৫৬

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ: ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য সড়ক র‍্যালি ও আলোচনার মধ্যদিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫।

১৮ আগস্ট সোমবার জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর মানিকগঞ্জ এই অনুষ্ঠানের আয়োজন করে।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন যুগ্ম সচিব, জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন গীতাপাঠ করেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মানোয়ার হোসেন মোল্লা যুগ্মসচিব, জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম বিশ্বাস সভাপতি মানিকগঞ্জ প্রেসক্লাব, আব্দুস সালাম বাদল সভাপতি মানিকগঞ্জ চেম্বার, ড. মো মজিবর রহমান মৎস্য কর্মকর্তা মানিকগঞ্জ, মৎস্য চাষী সাধন রাজবংশী, মো. আওলাদ হোসেন, মো. আক্তার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, মুরগির পৃষ্ঠা পুকুরে দেয়া যাবে না। কারণ মাছ যখন ওই ময়লা খায় আর সেই মাছ মানুষে খাওয়ার পর মানবদেহে ক্যান্সার, স্টোক, ব্লাড প্রেসারসহ পাঁচটি মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়। এছাড়া মাছের যখন ডিম পারার সময় হয় তখন ওই সকল মাছ ধরা বন্ধ রাখতে হবে। মাছের প্রজনন বৃদ্ধি
করতে হলে কারেন্ট জাল দিয়ে পোনা মাছ ধরা বন্ধ করতে হবে। শেষে সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় সকল মৎস্য কর্মকর্তা জেলা উপজেলার মৎস্য চাষী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ