স্টাফ রিপোর্টার নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে গাঁজাসহ রুপালী বেগম (৩৫) নামে এক ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যের স্ত্রীকে আটক করেছে যৌথবাহিনী।
১৭ আগস্ট রোববার রাতে উপজেলার পুটিমারি জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রুপালী বেগম ওই গ্রামের ইউপি সদস্য আহাদ আলীর স্ত্রী।
জানা গেছে, সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার রওশন আলী। অভিযানকালে পুলিশও সেনাবাহিনীকে সহযোগিতা করে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য আহাদ আলী ও তার স্ত্রী রুপালী বেগম মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তার স্ত্রী রুপালী বেগমকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করেন। এসময়ে আহাদ আলী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এবিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, রোববার রাতে যৌথবাহিনীর অভিযানে একজনকে মাদকসহ আটক করা হয়েছে। এঘটনায় আটক ব্যক্তি ও তার স্বামীকে আসামি করে মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available